তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ৷ পটুয়াখালীতে এটিই করোনা ভাইরাসে প্রথম মৃত্যু৷ ঐ শ্রমিকে বাড়িতে তার বাবা, সন্তানসম্ভবা স্ত্রী ও এক ছেলে রয়েছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে জেলা প্রশাসনের নির্দেশে মৃতের বাড়ির আশেপাশের অন্তত ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে৷ এছাড়া তার সংস্পর্শে আশা ওই এলাকার প্রায় দেড়শ মানুষের একটি তালিকা করা হচ্ছে৷
পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গির আলমকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গত ৭ এপ্রিল শ্রমিকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা থেকে খবর আসে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। তবে এর আগে দুপুরেই তিনি মারা যান।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শংঙ্কর কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে তার গ্রামে ফেরেন এই যুবক। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তিনি।
কোয়ারান্টিনের নামে যা হচ্ছে
বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর সবচেয়ে ভাল উপায় কোয়ারান্টিন ব্যবস্থা নিশ্চিত করা৷ কিন্তু বাংলাদেশে কোয়ারান্টিন নিয়ে কী হচ্ছে দেখুন ছবিঘরে৷
ছবি: DW/S. Hossain
উহান ফেরতদের ১৪ দিন
বাংলাদেশে করোনা ভাইরাস ঠেকাতে প্রথম কোয়ারান্টিন উদ্যোগ নেয়া হয় গত ফেব্রুয়ারিতে৷ চীনের উহান থেকে ৩১২জনকে এনে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে৷ কিছু অব্যবস্থাপনার অভিযোগ উঠলেও ১৪ দিন পর প্রবাসীরা শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেন৷
ছবি: A. Goni
ইটালি ফেরতদের নিয়ে নাটক
গত ১৪ মার্চ ইটালি থেকে ১৪২ জন ফেরেন বাংলাদেশে৷ তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় আশকোনা হজ ক্যাম্পে৷ কিন্তু অব্যবস্থাপনার কারণে সেখানে থাকতে রাজি হননি তারা৷ এক পর্যায়ে পিছু হটে কর্তৃপক্ষ৷ তাদেরকে সেই দিনই বাড়িতে যেতে দেয়া হয়৷
ছবি: DW/S. Hossain
প্রবাসীরা ‘নবাবজাদা’!
ইটালি ফেরতরা হজ ক্যাম্পে না থাকতে চাওয়ায় পরের দিন ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ তিনি বলেন, ‘‘তারা দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে যান৷ ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন৷ আমাদেরতো একটা দৈন্য আছে৷ এটাতো একটা বিশেষ অবস্থা৷’’ তার এই মন্তব্যের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হয়৷
ছবি: DW/S. Hossain
কোয়ারান্টিন এড়াতে পলায়ন
বিদেশ থেকে আসা যাত্রীদের কেউ কেউ কোয়ারান্টিন এড়ানোর জন্য পালিয়েও যান৷ এজন্য বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে৷ মানিকগঞ্জে অষ্ট্রেলিয়া ফেরত একজনকে ১৫ হাজার টাকা, শরিয়তপুরে ইটালি ফেরত একজনকে ৫০ হাজার টাকা এবং টাঙ্গাইলে সিঙ্গাপুর ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন৷
ছবি: DW/S. Hossain
কোয়ারান্টিনে না গিয়ে বিয়ে
হবিগঞ্জে ফ্রান্স থেকে ফিরে একজন কোয়ারান্টিনে না গিয়ে বিয়েও করেছেন৷ পরে পুলিশ খবর পেয়ে দম্পতিকে কোয়ারান্টিনে পাঠিয়েছে৷ বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে৷ জার্মানি ফেরত ঢাকার আরেক প্রবাসীরও বিয়ে আটকে দেয় প্রশাসন৷ তাকে পাঠানো হয় হোম কোয়ারান্টিনে৷
ছবি: DW/S. Hossain
প্রবাসী তরুণ নিখোঁজ
দিনাজপুরের পার্বতীপুরে বিদেশ থেকে আসার পর ‘হোম কোয়ারান্টিনে’ রাখা এক তরুণকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে ১৯ মার্চ প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগের লোকজন দুদিন ধরে তাকে খুঁজছে৷ ১৩ মার্চ তিনি আসেন সংযুক্ত আরব আমিরাত থেকে৷
ছবি: DW/S. Hossain
প্যারসিটামল খেয়ে তাপ কমানো
পরিসংখ্যান বলছে বিদেশ থেকে আসা যাত্রীদের সর্বোচ্চ তিন শতাংশও হোম কোয়ারান্টিনে যাননি৷ কেউ কেউ দেশে আসার সময় শরীরে তাপ কমাতে উড়োজাহাজে প্যারসিটামল জাতীয় ট্যাবলেট খান বলেও কোয়ারান্টিনে যাওয়া যাত্রীরা জানিয়েছেন৷ তারা ওই ট্যাবলেট খান যাতে বিমানবন্দরে চেকের সময় তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. I. Damanik
বিনোদন ছুটি!
প্রাদুর্ভাব ঠেকাতে সবার দাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার৷ কিন্তু ছুটি পেয়ে হোম কোয়ারান্টিনে থাকার পরিবর্তে পরিবার নিয়ে অনেকেই ঘুরতে গেছেন বিনোদন কেন্দ্রগুলোতে৷ যা ঠেকাতে বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন পর্যটন স্থানগুলো বন্ধ ঘোষণা করেছে৷