1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গ্রিল পার্টি ও পিকনিক

১৩ ডিসেম্বর ২০১১

অবসর সময়টা কী করে কাটানো হয়? এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি এসেছে খেলাধুলা৷ এরপর একা সময় কাটানো, নিজেকে সময় দেয়া এবং তারপর পার্টি৷ জার্মানিতে এভাবেই অবসর কাটে ছাত্র-ছাত্রীদের৷

Amerikanische Studenten bejubeln am Mittwoch (05.11.2008) während einer Party zur US-Wahl in der Universitätsmensa in Freiburg den Sieg des Präsidentschaftskandidaten Obama im Bundesstaat New York. In Freiburg verfolgen mehrere hundert Zuschauer die Wahlen in den Vereinigten Staaten. Foto: Patrick Seeger dpa/lsw +++(c) dpa - Report+++
জার্মানিতে অবসরে ছাত্র-ছাত্রীদের আনন্দ-উল্লাসছবি: picture-alliance/dpa

স্টুডেন্ট লাইফ মানে কি শুধুই পড়াশোনা? জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় আগের চেয়ে অনেক বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে৷ ক্লাস এবং লাইব্রেরি ওয়ার্কের পর খুব বেশি সময় আর হাতে থাকে না৷ যতটুকু থাকে সেটাই খেলাধুলায়, পার্টি করে এবং ঘুমিয়ে সময় কাটায় অনেকেই৷ পার্কে গ্রিল পার্টি, স্টুডেন্ট ডর্মে পার্টি অথবা জিমে ঘন্টার পর ঘন্টা কাটানো৷ বিশ্ববিদ্যালয়ের ইউনি-স্পোর্ট্স এর সদস্য হয়ে অনেকেই নিজেকে ফিট রাখার চেষ্টা করে৷ বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য তা সবসময় হয়ে ওঠে না৷

খালি পায়ে কেভিন এবং অন্যান্য আট জন ছাত্র-ছাত্রী গোল হয়ে দাঁড়িয়ে৷ ২৪ বছর বয়সের এই ছাত্র কম্পিউটিং বিষয় নিয়ে পড়াশোনা করছে৷ অবসর সময়ে সে ইউনি স্পোর্ট্স-এ অন্যান্যদের নিনজুৎসু শেখায়৷ কেভিন জানাল,‘‘আমি এখানে অন্যান্যদের নিনজুৎসু শেখাই৷ এর ফলে আমি নিজেও শারীরিকভাবে ফিট থাকি৷ আমার এটা ভালো লাগে, আমি এটা খুব উপভোগ করি৷ এই ক্লাসের মাধ্যমে আমি অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গেও পরিচিত হতে পারছি৷ পড়াশোনা শেষ হয়ে গেলেও আমি নিনজুৎসুর এই গ্রুপটির সঙ্গে যোগাযোগ রাখতে চাই৷''

চলছে নিনজুৎসু, ক্যারাটে এবং এ্যারোবিক্স

ক্যারাটের পাশাপাশি এই নিনজুৎসু খুবই জনপ্রিয় একটি খেলা৷ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই খেলাটি ইউনি-স্পোর্টস-এর অন্তর্ভুক্ত করা হয়েছে৷ বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে খেলাধুলার আটশোটি বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ রয়েছে৷ ছাত্র-ছাত্রীরা চাইলে অন্য একটি দেশে একটি সেমেস্টারও এি বিষয় নিয়ে কাটাতে পারে৷ টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনে শুধু মাত্র নিনজুৎসুর জন্য রয়েছে বিশেষ একটি ক্লাসরুম৷ এ্যারোবিক্সের ছাত্রী লুসিয়া জানাল,‘‘ আমি এখানে নাচের বিভিন্ন স্টেপ শিখছি৷ আমি এভাবেই নিজেকে ফিট রাখার চেষ্টা করছি৷ পড়াশোনার পাশাপাশি এই এক্সারসাইজ বেশ ভাল বলে আমি মনে করি৷ বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি কাজ করে৷ যেমন আমি৷ এর ফলে শরীর এবং মন দুটোই সতেজ থাকে৷''

অবসরে গ্রিল পার্টিছবি: MN

লুসিয়া অর্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে৷ সে এ্যারোবিক্স করে৷এই ক্লাশে প্রায় ২০ জন রয়েছে৷ নতুন নতুন ছাত্রী প্রতিদিনই আসছে৷ এই কোর্সের জন্য রয়েছেন একজন ট্রেইনার৷ এই কোর্সে নাচের বিভিন্ন ক্লাসও রয়েছে৷ ভর্তি ফী খুব বেশি নয়৷ আর সেকারণেই ছাত্রীদের অনেকেই ভর্তি হচ্ছে৷ জানান উটে উল্ম৷ টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনের খেলাধুলা বিভাগে কাজ করছেন তিনি৷ উটে উল্মের ভাষায়,‘‘ আমাদের এখানে অনেকেই আসছে বিভিন্ন ধরণের কোর্সে ভর্তি হতে৷ অনেকেই চাচ্ছে জুডোর একটি সেমেস্টারে ভর্তি হতে এবং পরের সেমেস্টারে ফুটবলে ভর্তি হতে৷ আগে থেকেই এরা বুক করে রাখছে৷ কারণ জায়গা পাওয়া কঠিন৷ এরপর দেখা যাবে অন্য আরেকটি সেমেস্টারে অন্য আরেক ধরণের খেলায় তারা মেতেছে৷''

জার্মান ছাত্র-ছাত্রীরা কোন অবস্থাতেই শুয়ে-বসে অবসর সময় কাটাতে চায় না৷ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেন্টার শুধু খেলাধুলা নয় বরং আরামের সঙ্গে সময় কাটানোর কথা ভেবেই তৈরি করা হয়েছে৷ আনন্দে সবাই সময় কাটাবে৷ শারীরিরভাবে ফিট থাকবে – লক্ষ্য সেটাই৷ এর পাশাপাশি অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গেও পরিচিত হওয়া যায়৷ অনেক বিদেশি ছাত্র-ছাত্রী যারা একটি বা দুটি সেমেস্টারের জন্য জার্মানিতে এসেছে তারাও এই সুযোগটি গ্রহণ করে৷

গ্রীষ্মকালে মাঠে গ্রিল পার্টি এবং পিকনিক

গ্রীষ্মকালে ছাত্র-ছাত্রীরা জিম বা স্পোর্টস সেন্টারে বেশি যায় না৷ তারা ভীড় করে সবুজ মাঠে৷ এক এক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন এক এক রকম৷ মিউনিখে নদীর ধারে ছাত্র-ছাত্রীরা ভীড় করে৷ রস্টক এবং বার্লিনের মত শহরে ছাত্র-ছাত্রীদের দেখা যায় বড় বড় মাঠে৷

গ্রীষ্মকালে মাঠের সবুজ অংশ একেবারেই চোখে পড়বে না৷ মাঠে চাদর বিছিয়ে অনেকে ছাত্রীই শুয়ে থাকে৷ অনেক বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বিষয়টি বোধগম্য নয়৷ তারা সহজে মাঠে আসে না৷ তারা দূরে বেঞ্চে বসে বই পড়ে – কখনো একা বা কখনো দুই-একজনকে সঙ্গে নিয়ে৷ একই মাঠে একটি দল বেশ বড় কয়েকটি চাদর বিছিয়ে আয়োজন করেছে পিকনিকের৷ চলছে গ্রিল পার্টি৷

গ্রীষ্মকালে বিভিন্ন পার্কে এ ধরণের চিত্র খুবই স্বাভাবিক৷ সবাই বারবেকিউ করতে ব্যস্ত৷ কেউ সালাদ নিয়ে এসেছে, কেউ কেস ভর্তি ড্রিঙ্কস৷ আবার অনেকেই দায়িত্ব নিয়েছে গ্রিল করার কয়লা আনার৷ আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব তাদের৷ মেক্সিকোর ছাত্র আলব্যার্টো বলল,‘‘ মেক্সিকোয় আমরা গ্রিল পার্টি করি না৷ কেউ পার্কে গিয়ে গ্রিল পার্টি উৎসবে মেতে ওঠে না৷ তবে এখানে এই গ্রিল আমি খুব উপভোগ করি৷ অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে৷ জানাশেনার পরিধি বাড়ানোর এটি একটি মোক্ষম উৎসব৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ