জার্মানিতে নির্মাণকাজ বেড়েছে৷ ফলে নিজেদের বাসস্থান ও কাজের জায়গা হারিয়ে পতিতারা নেমেছেন রাস্তায়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঢুকে পড়ছেন স্কুলের সীমানাতেও৷ বার্লিনের এমন একটি স্কুল পতিতা ঠেকাতে নির্মাণ করেছে সীমানাপ্রাচীর৷
বিজ্ঞাপন
বার্লিনের ফ্রানৎসোজিশেস গিমনাজিউম নামের হাইস্কুলটির এই দেয়াল ১.৮ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) উঁচু বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম৷ স্কুলটি কুরফ্যুরস্টেনস্ট্রাসের পাশেই অবস্থিত৷ বার্লিনবাসীর চলাচলে অতন্ত্য গুরুত্বপূর্ণ হলেও পতিতাবৃত্তির অন্যতম স্থান এই সড়ক৷
সারা দিন জুড়েই এই রাস্তায় গ্রাহকদের সাথে দরকষাকষিতে ব্যস্ত থাকতে দেখা যায় পতিতাদের৷ আবাসিক ভবন নির্মাণের কাজ বেড়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকক্ষেত্রেই সম্ভব হচ্ছে না পতিতাদের৷ ফলে আশেপাশের রাস্তা, এমনকি পাশের স্কুলেও সরে যেতে বাধ্য হচ্ছেন তারা৷ স্কুলের এলাকার মধ্যেই এখন পড়ে থাকতে দেখা যায় মাদকগ্রহণে ব্যবহৃত সিরিঞ্জ ও কনডম৷
বার্লিনার সাইটুংকে স্কুল পরিদর্শক কারস্টেন স্পালেক জানান, ‘‘আমাদের কাছে অনেকবারই অভিযোগ এসেছে যে স্কুল চত্ত্বরে দিনের বেলাতেও নানা ধরনের মানুষের ঘোরাফেরা বেড়েছে, যাদের মধ্যে আছেন পতিতারাও৷''
Germany: Male refugees turning to prostitution in Berlin
01:59
এই অবস্থা থেকে বাঁচতে স্কুল চত্ত্বরের চারপাশে একটা দেয়াল তুলতে বাধ্য হয়েছে শহর কর্তৃপক্ষ৷ এজন্য ৫৭ হাজার ইউরো (প্রায় ৫১ লাখ টাকা) খরচ হয়েছে বলে জানিয়েছে বিজেড এবং বিল্ড নামের দু'টি সংবাদপত্র৷
‘‘পতিতারা এখানেই খায়, এখানেই দাঁড়িয়ে থাকে, ময়লা জিনিসপত্রও এখানেই ফেলে যায়৷ এমনকি তাদের পরিষ্কার হওয়ার জায়গা না থাকায় এখানেই তারা নিজেদের পরিষ্কারও করে'', বার্লিনার সাইটুংকে বলছিলেন শহর কর্তৃপক্ষের সমন্বয়ক মিশায়েল ক্লিনের্ট৷
তিনি জানান, প্রায় প্রতিদিন সকালের বিভিন্ন জায়গা থেকে ভ্যানে করে ঠিক স্কুলের সামনে এনেই নামিয়ে দেয়া হয়৷ এই এলাকার অন্যান্য অনেক স্কুলও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে৷
১২৫ মিটার দীর্ঘ এই সীমানাপ্রাচীরকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷
জার্মানিতে পতিতাবৃত্তি নিষিদ্ধ নয়৷ ২০০২ সালের পতিতাবৃত্তি আইন অনুযায়ী তাদের অধিকার আরো সুরক্ষিত করা হয়৷ এই আইন অনুযায়ী দালালদের হাত থেকে সুরক্ষা, কাজের পরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্যঝুঁকি দূর করা, পারিশ্রমিক নিশ্চিত করা, পাচার বন্ধ করা এবং পতিতাবৃত্তি ছেড়ে দেয়াসহ নানা ধরনের সুবিধা পেয়ে থাকেন যৌনবৃত্তিতে নিয়োজিত নারীরা৷
বেশিরভাগ যৌনকর্মীই পতিতালয়ে কাজ করলেও রুম ভাড়া বেশি হওয়ায় কেউ কেউ রাস্তাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ বেশিরভাগ শহরে নির্দিষ্ট এলাকায় পতিতাদের সীমাবদ্ধ করে দিলেও, বার্লিনে এমন কোনো এলাকা নেই৷
তবে ২০১৬ সালে জার্মানির পার্লামেন্ট যৌন দাসত্ব দূর করার লক্ষ্যে নতুন আইন পাশ করে৷ এই আইনে বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়৷ এই আইনে অনলাইন থেকে শুরু করে সব ধরনের মাধ্যমে কাজ করা যৌনকর্মীদের কর্তৃপক্ষের কাছে নাম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কনডম ব্যবহারও বাধ্যতামূলক করা হয় এই আইনে৷ নতুন এই আইন কার্যকর হয়েছে এ বছরের জুলাই থেকে৷
আলিস্টেয়ার ভালশ/এডিকে/এসিবি
প্রতিবেদনটি কেমন লাগলো? মন্তব্য করুন নীচের ঘরে৷
যেসব দেশে পতিতাবৃত্তি বৈধ
পতিতাবৃত্তি নাকি পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা৷ কিন্তু কোনো যুগে, কোনো দেশেই মানুষ বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, আজও করে না৷ তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
হল্যান্ডের ‘পতিতাপল্লী’ পর্যটকদের মূল আকর্ষণ
নেদারল্যান্ডসে পতিতাবৃত্তি শুধু বৈধ নয়, ইউরোপের এই দ্বীপদেশটির পতিতাপল্লী সত্যিকার অর্থেই বিশ্ববিখ্যাত৷ ঐ ‘রেডলাইট জোন’ দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে আমস্টারডামে৷ নেদারল্যান্ডসের মতো ইউরোপের আরেক দেশ বেলজিয়ামেও দেহব্যবসা সম্পূর্ণ বৈধ৷
ছবি: picture-alliance/AP
জার্মানি এবং ফ্রান্সে কঠোর আইন
জার্মানি এবং ফ্রান্সেও দেহব্যবসা বৈধ৷ তবে এ দু’দেশেই যৌনকর্মীদের এই ব্যবসা করতে হয় কঠোর আইন মেনে৷ জার্মানির কিছু শহরে এখনো যৌনকর্মীরা রাস্তায় নেমে খদ্দের ডাকতে পারেন না, এভাবে খদ্দের সংগ্রহ করা সেসব জায়গায় আইনত দণ্ডনীয়৷ ফ্রান্সেও ২০১৪ সালে এমন একটা আইন হয়েছে, যা মেনে যথেচ্ছ দেহব্যবসা করা খুব কঠিন৷
ছবি: picture-alliance/dpa
সুইডেন আর নরওয়েতেও নিয়ন্ত্রিত পতিতাবৃত্তি
ফ্রান্স ২০১৪ সালে যে আইন প্রবর্তন করে, সেটা প্রথম চালু হয়েছিল সুইডেনে, ১৯৯৯ সালে৷ এ কারণে আইনটি ‘সুইডিশ মডেল’ হিসেবে পরিচিত৷ এ আইনে যৌনকর্মীদের অধিকার রক্ষা করে দালালদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক
সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও দেহব্যবসা বৈধ৷ তবে এ দু’টি দেশে ১৯ বচর বয়স না হলে কেউ দেহব্যবসায় আসতে পারেন না৷ যৌনকর্মীদের যাতে কোনো যৌনরোগ না হয়, কিংবা তাঁদের মাধ্যমে খদ্দেরদের মাধ্যে যাতে এইডস, সিফিলিস বা অন্য কোনো রোগ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে যৌনকর্মীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হয়৷ অবশ্য শুধু সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে নয়, জার্মানিতেও ঐ একই নিয়ম৷
ছবি: AFP/Getty Images
গ্রিস এবং তুরস্কে পতিতাবৃত্তি নিয়ন্ত্রিত
গ্রিস এবং তুরস্কেও পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ, তবে দেহ ব্যবসার আইন খুব কঠিন৷ জার্মানির মতো এই দু’টি দেশেও যৌনকর্মীদের স্বাস্থ্যবীমা করা বাধ্যতামূলক৷ এছাড়া যৌনকর্মীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান কিনা, তা সবসময় তদারক করা হয়৷ স্বাস্থ্যকার্ডেই লেখা থাকে স্বাস্থপরীক্ষার সব তথ্য৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
যে দুই দেশের পতিতাপল্লীতে ধীরে চলা মানা
ব্রিটেন আর আয়ারল্যান্ডের পতিতাপল্লী বা ‘রেড লাইট জোন’-এর প্রায় সব আইনই জার্মানির মতো ছিল৷ তবে সম্প্রতি ব্রিটেনে কিছু বেসরকারি সংস্থার দাবিতে এতে নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে৷ ব্রিটেনের রেড লাইট জোন-এ এখন যেমন ধীরে গাড়ি চালানো নিষেধ৷
ছবি: picture-alliance/dpa
কাউকে জোর করে পতিতা বানানো যায় না
ইউরোপের সব দেশেই পতিতাবৃত্তি আইনত বৈধ৷ তবে আইন বেশিরভাগ ক্ষেত্রেই দেশভেদে একটু হলেও অন্যরকম৷ যেমন স্পেন এবং পর্তুগালেও দেহব্যবসা বৈধ৷ কিন্তু স্পেনে কাউকে জোর করে বা ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মী বানানো শাস্তিযোগ্য অপরাধ৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
দক্ষিণ অ্যামেরিকায় অন্যরূপ
দক্ষিণ অ্যামেরিকার অধিকাংশ দেশেই যৌনব্যবসা বৈধ৷ তবে কিছু দেশে মাফিয়া এবং মানবপাচার বড় সমস্যা হয়ে ওঠায়, এই ব্যবসার ওপর কড়াকড়ি এবং তদারকি বেড়েছে৷ দেহব্যবসাকে মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে রাখতে ব্রাজিল এবং মেক্সিকোতে রয়েছে কঠোর আইন৷ তারপরও দেশ দু’টিতে মাফিয়া চক্রের আধিপত্য রয়ে গেছে৷
ছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images
প্রতিবেশী হয়েও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আলাদা
নিউজিল্যান্ডে যৌনব্যবসা একেবারেই বৈধ৷ তবে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার অনেক রাজ্যে এই ব্যবসা এখনো অবৈধ৷ ২০০৩ সালে আইন করে সব প্রাপ্তবয়স্কের জন্য যৌনব্যবসাকে বৈধ করে দেয় নিউজিল্যান্ড৷
ছবি: picture-alliance / rolf kremming
এশিয়ায় লুকোনো পতিতাবৃত্তি
ভারতের পতিতাবৃত্তি বৈধ৷ তারপরও পতিতাবৃত্তি চলে আড়ালে-আবডালে৷ রাস্তায় নেমে পতিতারা খদ্দের সংগ্রহ করতে পারেন না৷ খদ্দেররা অর্থের বিনিময়ে যৌনক্ষুধা মেটাতে যায় রাতের আঁধারে৷ বাংলাদেশ ও পাকিস্তানে পতিতালয় কমলেও মাসাজ পার্লার এবং আবাসিক হোটেলে প্রায়ই চলে পুলিশি অভিযান৷ খদ্দেরসহ পতিতা আটকের খবর আসে তখন৷ থাইল্যান্ড ও ফিলিপিন্সে পতিতাবৃত্তি চলে অবাধে৷ তবে দেশ দুটিতে এই ব্যবসা আইনের চোখে অবৈধ৷