1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পথ দুর্ঘটনা প্রতিরোধে আইন সংশোধন করতে চায় হাসিনা সরকার

৩ এপ্রিল ২০১১

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচলিত আইন সংশোধনের চিন্তা করছে সরকার৷ সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে প্রচলিত আইনে দায়ী ব্যক্তি বা চালকের সর্বোচ্চ শাস্তি সাড়ে ৩ বছরের কারাদণ্ড৷ এই আইন দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়৷

যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাওছবি: AP

সাধারণ মানুষ মনে করেন দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকদের বেপরোয়া আচরণ৷ আর অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্সই ভুয়া৷ তাঁদের মতে, যার লাইসেন্স নেই তার কারণে কোন যাত্রী বা পথচারীর মৃত্যু হলে সেটাতো দুর্ঘটনা হতে পারে না৷ সেটা হত্যাকাণ্ড৷ প্রচলিত আইন সংশোধন না করলে দুর্ঘটনার নামে এই হত্যাকাণ্ড কমানো যাবে না৷

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি সাধারণ মানুষের এই কথার সঙ্গে একমত৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নিরাপদ সড়কের জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে৷ তবে এর জন্য আইনগত সংস্কারেরও প্রয়োজন রয়েছে৷ কারণ চালকদের অদক্ষতার জন্যই ঘটছে দুর্ঘটনা বেশি পরিমাণে৷ তিনি জানান, সরকার প্রচলিত আইনটি তাই সংশোধনের চিন্তা করছে৷ আর এই আইন সংশোধনে সরকারের উপর চাপও রয়েছে৷

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে পাঁচ হাজার মানুষ নিহত হন৷ আর সড়ক দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা৷ গত ১০ বছরে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ বেড়েছে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ