1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের উদ্দেশ্যে দেশ ছেড়ে লন্ডনে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

৩১ মার্চ ২০১১

পদত্যাগের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা৷ অ্যামেরিকা একে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করছে৷ এদিকে গাদ্দাফি বাহিনীর হামলার মুখে বেশ কয়েকটি শহরের দখল হাতছাড়া হয়ে গেছে বিদ্রোহীদের কাছ থেকে৷

মুসা কুসাছবি: dapd

পররাষ্ট্রমন্ত্রীর দেশত্যাগ

মুসা কুসা একসময় গাদ্দাফির ডানহাত ছিলেন বলে জানা যায়৷ এছাড়া বহির্বিশ্বে গাদ্দাফির সরকারকে উপরে তুলে ধরাই ছিল তাঁর কাজ৷ কিন্তু সেই মুসা কুসাই পদত্যাগ করতে চাইছেন৷ এর আগে তিনি টিউনিশিয়া হয়ে লন্ডনে পৌঁছান এবং সেখানেই পদত্যাগের ইচ্ছা পোষণ করেন৷ ব্রিটেন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে মুসা কুসা আর লিবিয়া সরকারের প্রতিনিধিত্ব করতে চান না৷ যুক্তরাষ্ট্র একে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা মনে করছে৷ আর মুসা কুসার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে গাদ্দাফির আরও সমর্থক একই পথে হাঁটবেন বলে মনে করছে ব্রিটেন৷ এর আগে লিবিয়ার পাঁচ কূটনীতিককে ব্রিটেন থেকে বহিস্কার করা হয়৷ উল্লেখ্য, লিবিয়ায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন মন্ত্রী সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেছে৷

শহর হাতছাড়া কেন?

এ ব্যাপারে বিদ্রোহীদের কমান্ডার মেজর জেনারেল সুলেইমান মাহমুদ বলছেন তাদের অস্ত্রের অভাব রয়েছে৷ রয়েছে নিজেদের মধ্যে যোগাযোগ করার পর্যাপ্ত মাধ্যমের অভাব৷ তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব যদি তাদের সাহায্য করে তাহলে দুই সপ্তাহের মধ্যে গাদ্দাফিকে সরিয়ে দেয়া সম্ভব৷ আর তা না হলে ছয় মাসও লেগে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি৷ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না৷ এবং সেটা করা হলে তা জাতিসংঘের সিদ্ধান্তের পরিপন্থী হবে না বলেও মন্তব্য করেন তিনি৷

লিবিয়ায় মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা

গণমাধ্যমের খবরে এমন কথাই বলা হচ্ছে৷ নিউ ইয়র্ক টাইমস বলছে, বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করতে এবং আকাশ থেকে অভিযানের ব্যাপারে তথ্য জোগাড় করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ লিবিয়ায় গুপ্তচর পাঠিয়েছে৷ এবং তারা গত কয়েক সপ্তাহ ধরে সেখানে কাজ করে যাচ্ছে৷ আর লিবিয়ায় সিআইএ'র কার্যক্রম চালানোর অনুমতি দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা একটি গোপন আদেশে স্বাক্ষর করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে৷ হোয়াইট হাউস এসব খবর নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটাই করতে চায় নি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ