1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগ করলেন প্রেসিডেন্ট হোসনি মুবারক

১১ ফেব্রুয়ারি ২০১১

শেষ পর্যন্ত জয় হল আন্দোলনকারীদের৷ ক্ষমতা ছাড়লেন হোসনি মুবারক এবং সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়ে গেলেন৷

প্রেসিডেন্ট হোসনি মুবারকছবি: AP

সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে ভাইস প্রেসিডেন্ট ওমর সোলায়মান জানালেন হোসনি মুবারকের বিদায়ের কথা৷ এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তাহারির স্কোয়ারে লাখো জনতার ঢল নামে৷ বিজয়ের আনন্দের উৎফুল্ল তারা৷

জানুয়ারী মাসের ২৫ তারিখ থেকেই সারা বিশ্বের চোখ ছিল মিশরের দিকে৷ কায়রোয় প্রায় দু'হাজার বিক্ষোভকারী রাষ্ট্রীয় টেলিভিশন এবং বেতারকেন্দ্রের ভবনটি অবরোধ করে লোকজনকে ঢুকতে-বেরতে বাধা দেওয়া হচ্ছিল৷ আল-জাজিরার খবর অনুযায়ী উত্তরে আলেক্সান্ড্রিয়া শহরে প্রেসিডেন্টের প্রাসাদের সামনেও ছিল একই দৃশ্য৷ জুম্মার নামাজের পরেই প্রাসাদ অভিমুখে মিছিল করে হাজার হাজার মানুষ৷

এর আগে, আল-আরাবিয়া টেলিভিশনের যে খবরটা সকলকেই চমকে দিয়েছিল, সেটা হল: মুবারক সপরিবারে কায়রোর উপকণ্ঠে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটি থেকে বিমানযোগে লোহিত সাগরের উপকূলবর্তী সৈকতাবাস শর্ম-এল-শেইখে যাত্রা করেছেন৷ সেখানেও তাঁর একটি প্রাসাদ আছে৷

শর্ম-এল-শেইখছবি: picture-alliance/dpa

ওদিকে কায়রোতেও প্রেসিডেন্টের প্রাসাদের সামনে এখন উল্লসিত জনতা৷ বস্তুত দেশ জুড়ে দশ লক্ষ মানুষ পথে নেমেছে আনন্দ করতে৷ তাহরির চত্বরে জুম্মার নামাজের পর মৌলানারা স্বয়ং মানুষজনকে উৎসাহিত করেছেন৷ প্রেসিডেন্টের প্রাসাদের সামনে মানুষজন সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির পাশেই নামাজ পড়েছে৷ মূল কথা হল, কোনো এক আশ্চর্য উপায়ে যেন এই আন্দোলনের সূচনার সেই প্রেরণা, সেই উদ্দীপনা আবার ফিরে এসেছে৷ বলতে কি, উৎসবের পরিবেশ, অথচ মানুষজনের মুখে বিপ্লবের ধ্বনি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ