1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ, পদত্যাগ

৭ ফেব্রুয়ারি ২০১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ বিরোধীদের নেতৃত্বে গত তিন সপ্তাহ ধরে তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছিল৷ শেষ পর্যন্ত সেই আন্দোলনই পুলিশ বিদ্রোহে রূপ নেয়৷ ফলে পদত্যাগকেই যৌক্তিক মানছেন নাশিদ৷

ছবি: dapd

এক টেলিভিশন ভাষণে নাশিদ তঁর পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, ‘‘আমি পদত্যাগ করছি, কেননা আমি শক্তি প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে আগ্রহী নই৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি, সরকার যদি এখন ক্ষমতা ধরে রাখতে চায় তবে এমন শক্তি প্রয়োগ করতে হবে যা অনেক নাগরিকের ক্ষতি করবে''৷ এরপর এক টেলিভিশন বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ ওয়াহিদ হাসান মানিক'এর কাছে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান নাশিদ৷

উল্লেখ্য, ২০০৮ সালের মালদ্বীপে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন মোহাম্মেদ নাশিদ৷ সেসময় বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই দেশটিতে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার ঘোষণা করেন তিনি৷ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন সম্মেলনে সাহসী বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন নাশিদ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ