1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

৩ অক্টোবর ২০১৭

রেইনার ওয়াইস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থর্ন অ্যালবার্ট আইনস্টাইনের ভবিষ্যদ্বাণীকৃত মাধ্যাকর্ষণ তরঙ্গ পর্যবেক্ষণ করার জন্য পদার্থবিদ্যায় ২০১৭ সালের নোবেল পুরস্কার পেলেন৷ 

Schweden Stockholm Physik-Nobelpreis 2017
ছবি: Getty Images/Molly Riley

ব্যারি ব্যারিশ, কিপ থর্ন ও রেইনার ওয়াইসের এই আবিষ্কার ‘বিশ্বকে চমৎকৃত করেছে,' বলে সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর প্রধান গোরান কে হানসন মন্তব্য করেছেন৷

তিন বিজ্ঞানী ‘লিগো' বা ‘লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি' প্রকল্পে বিশেষ অবদান রাখেন৷ পুরস্কারের অর্ধেক পাচ্ছেন ওয়াইস; ব্যারিশ ও থর্ন মিলে অবশিষ্ট অর্ধেক৷

একশ' বছর আগে আইনস্টাইন তাঁর ‘জেনারেল থিওরি অফ রিলেটিভিটি'র অঙ্গ হিসেবে মাধ্যাকর্ষণ তরঙ্গের অস্তিত্বের সম্ভাবনার কথা বলেন৷ সেই মাধ্যাকর্ষণ তরঙ্গের চূড়ান্ত হদিশ পাওয়া যায় মাত্র দু'বছর আগে, ২০১৫ সালে৷

অ্যাকাডেমির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানী ‘‘প্রকল্পটি সম্পূর্ণ করার মাধ্যমে নিশ্চিত করেন যে, চার দশকের প্রচেষ্টার পর অবশেষে মাধ্যাকর্ষণ তরঙ্গ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে৷''

নোবেল পুরস্কার লাভের কথা জানার অব্যবহিত পরে রেইনার ওয়াইস বলেন, ‘‘এটা সত্যিই দারুণ৷''

পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জয়ের খবর পেয়ে অভিভূত ব্যারিশ বলেন, নোবেল অ্যাকাডেমির এই ঘোষণা ‘‘আইনস্টাইনের জন্য একটি জয় এবং একটি বিরাট জয়৷''

ডিনামাইটের সুইডিশ আবিষ্কর্তা আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন৷ পুরস্কারের বর্তমান মূল্য হল ৯০ লাখ সুইডিশ ক্রোনার অর্থাৎ প্রায় ৯ লাখ ৪০ হাজার ইউরো বা ১১ লাখ ডলার৷

তিনজন ব্রিটিশ বংশোদ্ভূত বিজ্ঞানী – ডেভিড জে দাউলেস, এফ ডানকান এম হ্যালডেন ও জে মাইকেল কস্টারলিট্জ – সুপারকন্ডাক্টর ও সুপারফ্লুইডের মতো বস্তুর কর্মপ্রক্রিয়ার ক্ষেত্রে টোপোলজি বা প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রয়োগ করে পদার্থবিদ্যায় ২০১৬ সালের নোবেল পুরস্কার লাভ করেন৷ গত ২৫ বছর ধরে পদার্থবিদ্যায় একাধিক বিজ্ঞানী নোবেলে ভূষিত হয়ে আসছেন৷

সোমবার তিন মার্কিন বিজ্ঞানী – জেফ্রে সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল ডাবলিউ ইয়ং ‘সার্কেডিয়ান রিদম' বা ‘বডি ক্লক' সম্পর্কে গবেষণার জন্য ভেষজবিদ্যায় নোবেল পুরস্কার জয় করেন৷

বুধবার রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে; বৃহস্পতিবার ঘোষিত হবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম; শুক্রবার আসবে বহুপ্রতীক্ষিত শান্তি নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা৷

এসি/এসিবি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ