1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদার্থবিদ্যায় নোবেল পেলেন হোপফিল্ড ও হিন্টন

৮ অক্টোবর ২০২৪

মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ ক্যানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রি হিন্টন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন।

 দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করেন
পদার্থবিদ্যায় নোবেল পেলেন কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ হোপফিল্ড ও হিন্টন ছবি: Christine Olsson/TT News Agency via AP/picture alliance

মঙ্গলবার (৮ অক্টোবর) দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে জিওফ্রি হিন্টন বেশ সুপরিচিত। তাঁর উদ্ভাবন করা প্রযুক্তির ভয়াবহতার কথা উল্লেখ করে গত বছর জিওফ্রি হিন্টন সাবেক কর্মস্থল গুগল থেকে পদত্যাগ করেন। ক্যালিফোর্নিয়ার একটি হোটেল থেকে নোবেল পুরষ্কার ঘোষণার অনুষ্ঠানে যুক্ত হয়ে হিন্টন বলেন,  "আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই যে এটি আমাদের থেকে কত স্মার্ট।" 

হিন্টন আরো বলেন, "এটি অনেক দিক থেকেই অসাধারণ, যেমন, চিকিৎসাসেবায়। কিন্তু একই সাথে আমাদের এর ক্ষতিকর দিকগুলো নিয়েও ভাবতে হবে। বিশেষ করে এটি যেভাবে নিয়ন্ত্রণের বাড়িয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে।"

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির ৯১ বছর বয়সি এমিরেটাস অধ্যাপক জন হোপফিল্ড তথ্যের বিভিন্ন ধরন,  ছবির পুনর্নির্মাণ ও সংরক্ষণের সহায়ক বুদ্ধিমত্তা তৈরিতে অবদান রেখেছেন। বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানে নোবেল কমিটি জানায়, "এ বছর এমন দুইজন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন যারা পদার্থ বিজ্ঞানের বিষয় ব্যবহার করে আজকের শক্তিশালী মেশিন লার্নিংয়ের ভিত্তি তৈরি করেছেন।" 

এসএইচ/এসিবি (রয়টার্স)  
  

   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ