1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কাজ শুরু হতে সময় লাগবে’

২৪ সেপ্টেম্বর ২০১২

বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা পদ্মা সেতু নিয়ে পরবর্তী কাজ এগিয়ে নিতে শিগগিরই ঢাকা আসছেন বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল হাসান মাহমুদ৷

ছবি: Marta Barroso/DW

তিনি জানিয়েছেন, নতুন করে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন কোন চুক্তি হবে না৷ পুরনো চুক্তিই বহাল থাকবে৷ নতুন কোন শর্তও তারা দেয়নি৷ আর যোগযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ফিরে এসেছে বলে উল্লসিত হওয়ার কিছু নেই কাজ শুরু করতে সময় লাগবে৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ফিরে আসার সিদ্ধান্ত নেয়ার পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানালেন সাংবাদিকদের৷ তিনি জানান, বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কোন চুক্তি হবে না৷ কাজ হবে পুরনো চুক্তি অনুযায়ী৷ বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহেযাগীদের প্রতিনিধি দল আসছেন দুর্নীতির তদন্ত প্রক্রিয়া এবং সেতু নির্মাণের কর্মপ্রক্রিয়া ঠিক করতে৷

তিনি জানান, দুর্নীতির তদন্ত এবং নির্মাণের জন্য কর্মপ্রক্রিয়া ঠিক করার কাজ পাশাপাশি চলবে৷

আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, বিশ্বব্যাংক দুর্নীতির তদন্তে কোন হস্তক্ষেপ করবে না৷ দুদক একটি স্বাধীন কমিশনের সঙ্গে তথ্য বিনিময় করবে৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজ শুরু করতে সময় লাগবে৷ কারণ নির্মাণ কাজ শুরুর আগে বেশ কিছু প্রক্রিয়া বাকি আছে৷

বিশ্বব্যাংকের শর্ত পূরণে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং ড. মসিউর রহমানকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কিমিটি থেকে বাদ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ