1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ

২৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের সবচেয়ে আলোচিত নির্মাণ প্রকল্প পদ্মাসেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে৷ এ নিয়ে মানুষের আগ্রহেরও কমতি নেই৷ তাই এ সেতু নির্মাণের নানান ভিডিও ইন্টারনেটে ছাড়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে ‘ভাইরাল'৷

Bangladesch - Padma Brücke
ছবি: Nasirul Islam, Bangla Tribune

বাংলাদেশের মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলায় পদ্মা নদীর দুই তীর জুড়ে চললে পদ্মা সেতুর বিশাল কর্মজজ্ঞ৷ দিনরাত সেখানে শ্রমিকরা ব্যস্ত সেতু তৈরির কাজে৷ সেতুটির মূল কাজের প্রায় ৪১ শতাংশ ইতিমধ্যে শেষও হয়েছে বলে সেতু কর্তৃপক্ষের দাবি৷

গত এক বছরেও বেশি সময় ধরে পদ্মা সেতু নির্মাণের নানা অগ্রগতির ভিডিও চিত্র বিভিন্ন সংবাদমাধ্যমগুলি তুলে ধরছে নিজেদের ইউটিউব চ্যানেলে৷ তবে এক্ষেত্রে পিছিয়ে নেই সাধারণ মানুষও৷ স্মার্টফোন আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় অনেক মানুষ চলার পথে এ সেতু নির্মাণের ভিডিও চিত্র ধারণ করে তা নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন৷ আর এ সব ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তা দেখা হচ্ছে হাজার হাজার বার৷

পদ্মা সেতু নির্মাণে ২০১৪ সালের ১৮ জুন চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার৷ খরচ ধরা হয় ১২ হাজার ১৩৩ কোটি টাকা৷ এছাড়া নদীশাসনের কাজ করছে আরেক চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন৷ এ কাজের খরচ ধরা হয় ৮ হাজার ৭০৮ কোটি টাকা৷ এছাড়া দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান৷ তাই পদ্মা সেতুর প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯০ কোটি টাকা৷ সব ঠিকঠাক থাকলে ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ শেষ হবার কথা৷ 

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ