1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

১৬ জুলাই ২০১২

বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে সাধারণ মানুষের অনুদান নিতে মন্ত্রিসভা দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ আর সরকারের এই সিদ্ধান্তকে চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ বলে মন্তব্য করেছে বিএনপি৷

ছবি: DW

দেশে-বিদেশে বাংলাদেশের নাগরিকরা পদ্মা সেতু নির্মাণে অর্থ দেয়ার আগ্রহ প্রকাশ করে আসছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জানান হয়৷ আর সেই আগ্রহের কথা বিবেচনা করেই মন্ত্রিসভা দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়৷ একটি অ্যাকাউন্টে দেশে অবস্থানরত ব্যক্তি এবং প্রতিষ্ঠান অনুদানের টাকা জমা দিতে পারবেন৷ আর আরেকটি অ্যাকাউন্টে জমা দেবেন প্রবাসী বাংলাদেশিরা৷ তবে এই অর্থ দিতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কোন ধরনের চাপ সৃষ্টি করা হবেনা৷ মন্ত্রীরা তাদের একমাসের বেতন পদ্মা সেতু নির্মাণে দেয়ার কথা বলেছেন৷ যা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া৷

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, এই ব্যাংক অ্যাকাউন্টের টাকার হিসাব এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে৷ তিনি জানান, পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ তবে সেতু নির্মাণ ব্যয় আগের চেয়ে বেড়ে যাবে৷ নির্মাণ কাজ শুরু করতে দেরি হওয়াই এর কারণ বলে জানান তিনি৷ পদ্মা সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ২৯০ কোটি মার্কিন ডলার৷

অন্যদিকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন, পদ্মা সেতু নির্মাণে টাকা সংগ্রহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ ছাড়া আর কিছুই নয়৷ তাঁর দাবি, সরকার এর মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহ করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ