1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৫ ফেব্রুয়ারি ২০১২

বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সই হতে যাচ্ছে ২১শে ফেব্রুয়ারি৷ আর এর মধ্য দিয়ে এই সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক বিদায় নিচ্ছে৷ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য দিয়েছেন৷

পদ্মা সেতু প্রকল্প থেকে বিদায় নিচ্ছে বিশ্বব্যাংকছবি: picture-alliance/dpa

তিনি আশা করেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে৷ বিশ্বব্যাংক চাইলে ২য় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে পারবে৷

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক তাদের প্রতিশ্রুত অর্থ সহায়তা স্থগিত করে গত বছর৷ এর পরই এই সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের টানাপোড়েন শুরু হয়৷ ইতিমধ্যে সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ অভিযোগের তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক৷ তবে দুদক তাদের তদন্তে এই সেতু প্রকল্পে দুর্নীতির কোন প্রমাণ পায়নি৷

আর প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক যদি তাদের অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে তাদের অর্থ নেয়া হবে না৷ আর এরমধ্যেই সরকার পদ্মা সেতু নির্মাণের বিকল্প পথ খুঁজতে থাকে৷ গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদ্মা সেতু নির্মাণে আগ্রহ দেখায়৷ আর সেই আগ্রহ বাস্তবে রূপ নিতে যাচ্ছে৷

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশর চুক্তি সই হবে ২১শে ফেব্রুয়ারি৷

যোগাযোগ মন্ত্রী বলেন দীর্ঘসূত্রিতার কারণে এই সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা আর নিতে চায় না সরকার৷ তবে বিশ্বব্যাংক চাইলে ২য় পদ্মা সেতু প্রকল্পে অর্থ সহায়তা করতে পারে৷

ওবায়দুল কাদের জানান, চু্ক্তি সইয়ের পর যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর কাজ শুরু হবে৷ আর আগামী এক বছরের মধ্যে সরকার ২য় পদ্মা সেতুর কাজও শুরু করতে চায়৷

৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে মোট খরচ ধরা হয়েছিল ২৯০ কোটি মার্কিন ডলার৷ এর মধ্যে বিশ্বব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি ডলার৷ এছাড়া এডিবি, জাইকা ও আইডিবি এই সেতু প্রকল্পে অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ বিশ্ব ব্যাংক ছাড়া অন্যদের কাছ থেকে অর্থ নেয়া হবে কিনা তা স্পষ্ট করেননি যোগাযোগ মন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ