1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু নিয়ে জটিলতা দূর করতে চান নতুন যোগাযোগমন্ত্রী

৭ ডিসেম্বর ২০১১

যোগাযোগমন্ত্রীর দফতর বদলের পরও পদ্মা সেতু প্রকল্পের কাজের অনিশ্চয়তা কাটবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন বিশ্লেষকরা৷ তবে সবকিছু নির্ভর করছে এই পরির্তনকে বিশ্বব্যাংক কিভাবে নেয় তার উপর৷

ফাইল ফটোছবি: dapd

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পের কাজ শুরুই এখন নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য বড় চ্যালেঞ্জ৷ তিনি নিজেও সেটা জানেন৷ তাই এরি মধ্যে তিনি এর জটিলতা নিরসনে কাজও শুরু করেছেন৷ কিন্তু সেই কাজ কি ধরনের তা তিনি ঠিক এখনই প্রকাশ করবেন না৷ তবে তিনি আশাবাদী৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করেছে দুর্নীতির অভিযোগ তুলে৷ তাদের অভিযোগ ছিল সরাসরি সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকে৷ এখন তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার পর নতুন যোগাযোগমন্ত্রী বরফ গলাতে পারবেন কিনা প্রশ্ন ছিল তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের কাছে৷ তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে অনেক দেরিতে৷ ফলে জটিলতা থেকেই গেছে৷ তবুও তার আশা নতুন যোগাযোগমন্ত্রী তার চ্যালেঞ্জে জয়ী হবেন৷ তা না হলে এটি হবে সরকারের বড় কুটনৈতিক ব্যর্থতা৷

আর অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, পদ্মা সেতুর জন্য আমাদের বিশ্বব্যাংকের অর্থ সহায়তা প্রয়োজন৷ তাই সরকার একটু নমনীয় হয়ে কিছু পরিবর্তন এনেছে৷ তবে এতে বিশ্বব্যাংক কতটুকু সাড়া দেবে তা নির্ভর করছে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের কোন ধরনের আলোচনা হয়েছে তার উপর৷

২০১৪ সালের মধ্যে ৩০০ কোটি ডলারের এই পদ্মা সেতু প্রকল্প শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু জটিলতা কাটাতে না পারলে নিকট ভবিষ্যতে সেতু প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ