1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

১৬ সেপ্টেম্বর ২০১১

তদন্তের এই নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ তারা তদন্ত করবেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: DW

তবে যোগাযোগমন্ত্রী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবিকে তদন্তের জন্য চিঠি দিয়ে ঠিক করেন নি৷

শনি যেন যোগাযোগ মন্ত্রণালয়ের পিছু ছাড়ছেনা৷ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার স্বচ্ছতা প্রমাণের জন্য টিআইবিকে পদ্মা সেতু সহ মন্ত্রণালয়ের আড়াই বছরের কাজকর্ম তদন্ত করে দেখার আহ্বান জানানোর দু'দিন পর এবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সরব হলেন৷ তিনি বৃহস্পতিবার জনপ্রশাসনের সচিবদের সঙ্গে বৈঠকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন৷ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আব্দুল আজিজ সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশের সড়ক মেরামতের কাজও দ্রুত শেষ করতে বলেছেন৷

এদিকে যোগাযোগমন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে দুর্নীতি দমন কমিশনকেও কাজ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন৷ দুনীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান ডয়চে ভেলেকে জানান, কোন মন্ত্রণালয়কে স্বচ্ছতার সার্টিফিকেট দেয়া কমিশনের কাজ নয়৷ যোগাযোগমন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগ দিলে তদন্ত করা হবে৷

তিনি বলেন, সরকারের মন্ত্রণালয়গুলো স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এটা সবাই প্রত্যাশা করে৷ তবে তার জন্য যোগাযোমন্ত্রী'র টিআইবিকে চিঠি দেয়া ঠিক হয়নি৷ কারণ তদন্তের জন্য টিআইবি'র কোন আইনগত বৈধতা নেই৷

পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগই মূলত যোগাযোগমন্ত্রীকে আলোচনায় নিয়ে আসে৷ আর একারণেই দাতা সংস্থাগুলো দেশের এই সর্ববৃহৎ সেতু প্রকল্পে এখনো কোন অর্থ ছাড় করেনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ