1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্ব ব্যাংককেই প্রমাণ করতে হবে’

১১ ডিসেম্বর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংককেই প্রমাণ করতে হবে৷ তাদের প্রমাণ করতে হবে কোন খাতে কত টাকা দুর্নীতি হয়েছে৷

The Prime Minister of Bangladesh Sheikh Hasina addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

তিনি বলেন, পদ্মা সেতুর মত বড় বড় প্রকল্প সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়ন করবে সরকার৷ আর ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে সেদেশের সরকারকে অবশ্যই তথ্য উপাত্ত দিতে হবে৷

মিয়ানমার এবং ইন্দোনেশিয়া সফর শেষে ঢাকায় ফিরে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি তাঁর সফরের বিভিন্ন দিক তুলে ধরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ভারত টিপাইমুখ বাঁধ নিয়ে কি করছে তা সার্বক্ষনিক পর্যবেক্ষনে রেখেছে বাংলাদেশের সরকার৷ ভারতকে অবশ্যই টিপাইমুখ বাঁধ নিয়ে তথ্য উপাত্ত জানাতে হবে বাংলাদেশকে৷ বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু মেনে নেয়া হবেনা৷

প্রধানমন্ত্রী বলেন যোগাযোগমন্ত্রীর দফতর বদল স্বাভাবিক রদবদল৷ পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগের কারণে দফতর বদল করা হয়নি৷ এই সেতু নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ তুলেছে তা তাদেরই প্রমাণ করতে হবে৷ তাদের বলতে হবে কত টাকা দুর্নীতি হয়েছে৷ তিনি বলেন, পদ্মা সেতুর মত বড় বড় প্রকল্প সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে(পিপিপি) বাস্তবায়ন করা হবে৷ এজন্য দেশে বিদেশে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা হচ্ছে৷

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবেনা৷ যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের কথা বলে তারাও সমান অপরাধী৷ ঢাকা সিটি কর্পোরেশন দু'ভাগ করা নিয়েও তিনি কথা বলেন৷ প্রধানমন্ত্রী বলেন, বেশি সেবা দেয়ার জন্যই ঢাকায় দুইটি সিটি কর্পোরেশন করা হয়েছে৷ এতে বিরোধী দলের সমস্যা হওয়ার কথা নয়৷ তাদের জনপ্রিয়তা থাকলে তাদের দু'জন মেয়র হবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ