1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে আসছে বিশ্ব ব্যাংক

২১ সেপ্টেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের জানান, ‘‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ফিরে এসেছে৷’’ বৃহস্পতিবার বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি৷

ছবি: ullstein bild - Fotoagentur imo

বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে শেষ পর্যন্ত অর্থায়ন করবে - এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷ বিডিনিউজকে এই তথ্য জানিয়েছেন আকরামুল কাদের৷ তাঁর কথায়, ‘‘জাইকা, এডিবিসহ অন্যান্য সকল সহযোগীদের ইতিমধ্যেই এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক৷’’

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান যে, বিশ্ব ব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে সরে গিয়ে এখন দুর্নীতির আশঙ্কার অভিযোগ করছে৷ আর বাংলাদেশও বিশ্ব ব্যাংককে আশ্বস্ত করেছে যে, যাতে দুর্নীতি না হয় তার সব ব্যবস্থা নেয়া হয়েছে৷ বাংলাদেশের নেয়া ব্যবস্থায় বিশ্ব ব্যাংক নাকি সন্তুষ্ট৷

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান আর পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে নেই৷

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯শে জুন বিশ্ব ব্যাংক ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিল করে৷ এতে সরকার দেশে-বিদেশে চাপের মুখে পড়ে৷ বিকল্প অর্থায়নের কথা বললেও সরকার এরপর থেকে একে একে বিশ্ব ব্যাংকের সব শর্ত পূরণ করে৷ এর মধ্যে অন্যতম হল সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিদায় করা, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানকে ছুটিতে পাঠানো এবং দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করা৷ আর এর ফলে আবারো পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসছে বিশ্ব ব্যাংক৷ এই সেতু প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা    
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ