1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি: দুদক চেয়ারম্যান

২০ অক্টোবর ২০১১

দুর্নীতি দমন কমিশন - দুদক'এর চেয়ারম্যান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি, দুর্নীতির চেষ্টা করা হয়েছে৷তিনি মনে করেন, বিশ্বব্যাংকের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তাদের প্রতিশ্রুত অর্থ ছাড়ে কোন বাধা থাকবেনা৷

পদ্মা নদীর উপর সেতুর ভবিষ্যৎ এখনো অনিশ্চিতছবি: DW/Swapan

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ তুলেছে সেব্যাপারে ব্যখ্যা দিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷ তিনি জানিয়েছেন, তারা যে কাগজপত্র পাঠিয়েছে তা থেকে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে এমন অভিযোগ তারা করেনি৷ তারা বলেছে, দুর্নীতির প্রক্রিয়া শুরু হয়েছে৷ যোগাযোগ মন্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল ঠিকাদারদের পদ্মা সেতুর কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ এখনো কাজ পাইয়ে দেয়নি৷ তিনি বলেন, বিশ্বব্যাংককে যদি আমরা কাজের স্বচ্ছতা নিশ্চত করতে পারি তাহলে তাদের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলার ছাড় করানো সম্ভব হবে৷

ইসলামি ঐক্য ব্যাংকও পদ্মা সেতু প্রকল্পে অর্থের অঙ্গীকার করেছেছবি: DW

দুদক চেয়াম্যান বলেন, পদ্মা সেতু প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ আর এই তদন্তে কেউ প্রভাব বিস্তার করতে পারবেনা৷ কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে বা তদন্ত বাধাগ্রস্ত করতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷

দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুর্নীতির তদন্ত সময় সাপেক্ষ ব্যাপার হলেও তারা এই তদন্ত যথাসম্ভব দ্রুত শেষ করবেন৷ কারণ এই তদন্তের ওপর পদ্মা সেতুর অর্থায়ন নির্ভর করছে৷ তাই তদন্ত শেষ করে ব্যবস্থা নিয়ে যাতে পদ্মা সেতুর অর্থায়ন নিশ্চিত করা যায় সে লক্ষ্যেই কাজ করছে দুদক, জানান চেয়ারম্যান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ