1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ ডিসেম্বর ২০১২

একথা অবশ্য মানতে রাজি নন বাংলাদেশের যোগাযোগমন্ত্রী৷ তবে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের অসন্তুষ্টি বিশ্বব্যাংককেও অসন্তুষ্ট করবে৷

ছবি: DW

পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে কোনো বিবৃতি না দিয়েই চলে গেছেন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল৷ তাঁরা দুদকের সঙ্গে গত দু'দিনে কয়েক দফা বৈঠক করেও তদন্ত নিয়ে একমত হতে পারেন নি৷ একমত হতে পারেন নি দুদকের প্রাথমিক রিপোর্টের সঙ্গে৷ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুদক কোনো অভিযোগ আনতে রাজি না হওয়াতেই এই জটিলতা৷ তাই দুদকের সঙ্গে বৈঠকে তারা কোন সিদ্ধান্তে আসতে পারেন নি৷

এ অবস্থায় বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি এখানো মনে করেন না যে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে গেছে৷ বিষয়টি স্পষ্ট করতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

তিনি বলেন, সব প্রস্তুতি শেষ হয়েছে৷ অর্থমন্ত্রণালয় টাকা দিলেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে৷ তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী৷ তাই অর্থের বিষয়টি অর্থমন্ত্রীই ভালো বলতে পারবেন৷ তবে তিনি জানান, পদ্মা সেতুতে অর্থায়নে মালয়েশিয়ার সঙ্গে সরকারের যোগাযোগ এখনো আছে৷

এদিকে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নির্ভর করছে দুর্নীতির তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সন্তুষ্টির ওপর৷ দৃশ্যত, তাঁদের সঙ্গে দুদকের আলোচনা আপাতত ভেঙে গেছেই বলে মনে হচ্ছে৷ আর এর প্রভাব পড়বে বিশ্বব্যাংকের অর্থায়নের ওপর৷ বিশেষজ্ঞ দলের সন্তুষ্টি ছাড়া বিশ্বব্যাংক টাকা দেবে বলে মনে হয়না বলে জানান তিনি৷

অন্যদিকে, পদ্মা সেতুর অর্থায়ন অনিশ্চয়তার মধ্যেও সরকার দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী৷ দরপত্র মূল্যায়নের জন্য ইতিমধ্যেই পরামর্শক নিয়োগের কথা জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ