1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৩০ জুন ২০১২

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে শেষ পর্যন্ত অর্থায়ন বাতিল করেছে বিশ্ব ব্যাংক৷ তারা বলেছে প্রমাণ দেয়ার পরও বাংলাদেশ সরকার দুর্নীতির তদন্তে ব্যর্থ হয়েছে৷ যোগাযোগ মন্ত্রী বলেছেন, অর্থায়ন স্থগিতের খবর দুর্ভাগ্যজনক৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
Symbolbild Bangladesch Korruption Banknoten Geld Bestechungছবি: DW

মোট ১৯০ কোটি মার্কিন ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি ডলার৷ কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিত করে তারা৷ আর আজ এক বিবৃতির মাধ্যমে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়৷ বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই সেতু প্রকল্পে যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্যানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিন জড়িত৷ এসএনসি লাভালিনকে পরামর্শকের কাজ পাইয়ে দিতে ১০ ভাগ কমিশন দাবী করা হয়েছিল৷ গত সেপ্টেম্বর এবং এপ্রিলে দু'দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দুদকে দুর্নীতির সব তথ্য প্রমাণ দেয়া হয়েছে৷ এরপরও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি৷ বিশ্বব্যাংক দুর্নীতির তদন্তে ৩টি শর্ত দিয়েছিল৷ তদন্ত চলাকালে দুর্নীতির সঙ্গে জড়িতদের পদ থেকে সরিয়ে দেয়া, তদন্তের জন্য দুদকের আলদা তদন্ত দল গঠন এবং বিশ্বব্যাংকের তদন্ত দলকে সহায়তা করা৷ কিন্তু বাংলাদেশ সরকার এসব ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি৷

হাসিনা সরকারের স্বচ্ছতা এখন প্রশ্নের মুখেছবি: dapd

অর্থায়ন বাতিলের খবরকে রহস্যজন ও দুর্ভাগ্যজনক বলেছেন যোগাযো মন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি ঢাকার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তবে এতে পদ্মা সেতু নির্মাণ বাধাগ্রস্ত হবে না৷ আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই সেতুর কাজ শুরু হবে৷

এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে৷ নয়তো প্রমাণ হবে এই সরকার দুর্নীতির সাগরে ভাসছে৷

তবে ক্ষমতাসীন মহাজোট সরকারের অংশিদার ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন বলেন, বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্ত রাজনৈতিক৷ বিশ্ব ব্যাংক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়৷

৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতু নির্মাণে সরকার অবশ্য বিকল্প হিসেবে ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ