1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

২৭ সেপ্টেম্বর ২০১২

অর্থমন্ত্রী বলেছেন পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের নতুন বিবৃতিতে আশংকার কিছু নেই৷ ১ অক্টোবর বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকায় আসছে৷ তবে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার দায়িত্বশীল না হলে আশংকার কারণ আছে৷

ছবি: picture alliance / dpa

পদ্মা সেতু প্রকল্প নিয়ে মঙ্গলবার নতুন এক বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা তাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করছেন৷ বিশ্বব্যাংক শর্ত পূরণ সাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে৷ তারা দুর্নীতির বিষয়টি নিয়ে এখনো উদ্বিগ্ন৷ শর্ত পূরণ হলে ঋণ দেয়া হবে৷

নতুন এই বিবৃতির পর বুধবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বৈঠক হয়েছে৷ বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল হাসান মাহমুদ জানান, বিশ্বব্যাংকের বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি৷ তারা বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন৷

এরপর দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের বিবৃতি নিয়ে উদ্বেগের কিছু নাই৷ ১লা অক্টোবর বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ঢাকায় আসছেন৷ তাঁদের চাহিদা মতো পদ্মা সেতু প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা হবে৷

এদিকে অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার দায়িত্বশীল আচরণ না করলে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে আবারো সংকট সৃষ্টি হতে পারে৷

পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷ এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ১২০ কোটি মার্কিন ডলার৷ আর বাকি অর্থ আসবে এডিবি, জাইকা, আইডিবি এবং অভ্যন্তরীণ উৎস থেকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ