1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু প্রকল্প

৩ জুলাই ২০১২

অর্থনীতিবিদদের কথা, এক্ষেত্রে ব্যয় যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে৷ আর তাঁদের দাবি, বিশ্ব ব্যাংক তাদের অভিযোগের প্রমাণ বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করুক৷ তাহলেই বোঝা যাবে তাদের অভিযোগ কতটা জোরালো৷

ছবি: DW

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ মনে করেন, বিশ্ব ব্যাংকের উচিত পদ্মা সেতু প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করা৷ তিনি ডয়চে ভেলেকে জানান, দুর্নীতি প্রমাণ হলে শাস্তি হবে৷ তবে কোনো প্রকল্পের মাঝপথে ঋণ প্রত্যাহার যৌক্তিক নয়৷

আর সিপিডি'র নির্বাহী পরিচলক ড. মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, পদ্মা সেতুর জন্য বিকল্প অর্থায়ন সম্ভব৷ তবে খেয়াল রাখতে হবে তাতে ব্যয় যেন বেড়ে না যায়৷ তিনি বলেন, এমনিতেই দেরি হয়ে যাওয়ায় প্রকল্পে ব্যয় বেড়ে গেছে৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, শুধু বিদেশি দাতা সংন্থা নয়, অভ্যন্তরীণ উৎস থেকেও পদ্মা সেতুর জন্য অর্থ সংগ্রহ করা যায়৷ এমনকি শেয়ার বাজারে শেয়ার ছেড়েও সম্ভব৷ কিন্তু সব বিষয়ই ভেবে চিন্তে দেখতে হবে৷

তাঁরা সবাই মনে করেন, বাংলাদেশের যোগাযোগ এবং অর্থনীতির জন্য পদ্মা সেতু অপরিহার্য৷ তাই এই সেতুর জন্য সবাই মিলে কাজ করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ