1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পনির চুরির দায়ে বরখাস্ত জার্মান পুলিশ

৪ জুলাই ২০২৪

পনির বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় উলটে গেলে সেই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানির এক পুলিশ সদস্যকে৷ কিন্তু তিনি সেই ট্রাক থেকে পনির চুরি করেছেন বলে তাকে চাকরিচ্যুত করা হয়৷

কেটে রাখা পনিরের টুকরা
অভিযোগ অস্বীকার করে পুলিশ সদস্য বলেছেন তিনি নিজে সেই পনির খান নিছবি: H.LEITNER/Zoonar/picture alliance

এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আদালতে আপিল করেছিলেন ঐ পুলিশ সদস্য৷ কিন্তু মঙ্গলবার রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের প্রশাসনিক আদালত তার আপিল খারিজ করে দেন৷

আদালত বলেছে, তিনি (ঐ পুলিশ সদস্য) পুলিশের একটি মিনিবাস নিয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকটির কাছে গিয়েছিলেন৷ এরপর ট্রাকের কাছে থাকা উদ্ধারকারী এক কোম্পানির কর্মীকে ট্রাক থেকে নয়টি ২০ কেজি ওজনের চ্যাদা পনিরের প্যাকেট তার গাড়িতে তুলে দিতে বলেন৷

এই পনিরের মূল্য প্রায় ৭০ হাজার টাকা৷

আদালত বলছে, নয়টি প্যাকেটের মধ্যে ঐ ব্যক্তি পাঁচটি প্যাকেট অফিসে নিয়ে গিয়েছিলেন৷ আর বাকি চারটি সম্ভবত তার নিজের ও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের জন্য নিয়েছেন৷

আসল পার্মেসান চিজ পাবেন কোথায়?

03:43

This browser does not support the video element.

তবে ঐ ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি চ্যাদা পনির খান না৷ আর দুর্ঘটনার কারণে শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পনিরগুলো ঠিক অবস্থায় ছিল না৷ তিনি পনিরগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন বলেও দাবি করেন৷

অবশ্য আদালত তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, পনিরের দাম কমে গিয়েছিল কিনা সেটি এখানে বিবেচ্য নয়, সেগুলো যেন চুরি না হয় সেটি নিশ্চিত করা তার দায়িত্ব ছিল৷

ঐ ব্যক্তি পোশাক পরে দায়িত্ব পালনরত অবস্থায় এবং তার কাছে অস্ত্র থাকা অবস্থায় চুরি করেছেন বলে জানিয়েছেন আদালত৷ ‘‘এমন আচরণের কারণে দেশের পুলিশ বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে,'' বলেও মনে করছেন আদালত৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)

চিজের রাজা ব্লু স্টিলটন

05:23

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ