পনির চুরির দায়ে বরখাস্ত জার্মান পুলিশ
৪ জুলাই ২০২৪এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আদালতে আপিল করেছিলেন ঐ পুলিশ সদস্য৷ কিন্তু মঙ্গলবার রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের প্রশাসনিক আদালত তার আপিল খারিজ করে দেন৷
আদালত বলেছে, তিনি (ঐ পুলিশ সদস্য) পুলিশের একটি মিনিবাস নিয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকটির কাছে গিয়েছিলেন৷ এরপর ট্রাকের কাছে থাকা উদ্ধারকারী এক কোম্পানির কর্মীকে ট্রাক থেকে নয়টি ২০ কেজি ওজনের চ্যাদা পনিরের প্যাকেট তার গাড়িতে তুলে দিতে বলেন৷
এই পনিরের মূল্য প্রায় ৭০ হাজার টাকা৷
আদালত বলছে, নয়টি প্যাকেটের মধ্যে ঐ ব্যক্তি পাঁচটি প্যাকেট অফিসে নিয়ে গিয়েছিলেন৷ আর বাকি চারটি সম্ভবত তার নিজের ও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের জন্য নিয়েছেন৷
তবে ঐ ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি চ্যাদা পনির খান না৷ আর দুর্ঘটনার কারণে শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পনিরগুলো ঠিক অবস্থায় ছিল না৷ তিনি পনিরগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন বলেও দাবি করেন৷
অবশ্য আদালত তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, পনিরের দাম কমে গিয়েছিল কিনা সেটি এখানে বিবেচ্য নয়, সেগুলো যেন চুরি না হয় সেটি নিশ্চিত করা তার দায়িত্ব ছিল৷
ঐ ব্যক্তি পোশাক পরে দায়িত্ব পালনরত অবস্থায় এবং তার কাছে অস্ত্র থাকা অবস্থায় চুরি করেছেন বলে জানিয়েছেন আদালত৷ ‘‘এমন আচরণের কারণে দেশের পুলিশ বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে,'' বলেও মনে করছেন আদালত৷
জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)