1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ সংগীত জগতের এক অতি জনপ্রিয় শিল্পী ক্রিস রিয়ে

Debarati Guha১৫ মার্চ ২০১২

বহুমুখী প্রতিভার অধিকারী ব্রিটিশ এই সংগীত তারকা প্রায় তিন দশক যাবৎ পেয়ে আসছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ প্রথম অ্যালবাম ‘হোয়াটএভার হেপেন্ড টু বেনি সান্টেনি’ তাঁকে এনে দেয় খ্যাতি৷

ছবি: picture-alliance/dpa

৮০ এবং ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী হিসেবে খ্যাত ক্রিস রিয়ে একাধারে গীতিকার, সুরকার, প্রযোজক, গিটার বাদক ও গায়ক৷ সমাজ, স্বপ্ন আর ভালবাসা নিয়ে ‘ব্যালেড' আঙ্গিকের বহু গান তিনি উপহার দিয়েছেন তাঁর অসংখ্য মুগ্ধ অনুরাগীদের৷

১৯৭৮ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘হোয়াটএভার হেপেন্ড টু বেনি সান্টেনি' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ এই অ্যালবামের ‘ফুল' গানটি অ্যামেরিকার হিট গানের তালিকায় সেরা ২০টি গানের একটি হিসেবে স্থান অধিকার করে এবং বছরের শ্রেষ্ঠ গান হিসেবে ‘গ্র্যামি' পুরস্কারের জন্য মনোনিত হয়৷

ক্রিস রিয়েছবি: AP

ক্রিস রিয়ে'এর জন্ম ১৯৫১ সালের ৪ঠা মার্চ, ইংল্যন্ডে৷ বাবা ছিলেন ব্যবসায়ী৷ তাই স্কুল শিক্ষার পর তিনি বাবার আইস-ক্রিম ফেকট্রিতেই কাজ করেন কিছুকাল৷ ২২ বছর বয়সে তিনি কেনেন তাঁর প্রথম গিটার৷ আর সেই থেকেই শুরু হয় তাঁর সংগীত জীবন৷ দুটি সংগীত গোষ্ঠিতে গিটার বাদক ও গায়ক হিসেবে কিছুকাল থাকার পর, একক শিল্পীর কেরিয়ার শুরু করেন ক্রিস এবং ‘হোয়াটএভার হেপেন্ড টু বেনি সান্টেনি' অ্যালবামের মধ্য দিয়ে পপ সংগীতাঙ্গনে তাঁর সফল আত্মপ্রকাশ ঘটে৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহসংগীত রচনা করেন ক্রিস রিয়ে৷ ৯১ সালে তাঁর অ্যালবাম ‘অবার্জ' ইউরোপ ও অ্যামেরিকায় পায় বিপুল সমাদর৷

২০০৬ সালে অসুস্থতার কারণে সংগীত জগত থেকে বিদায় নিলেও, ২০১০ সালে আবারো তিনি ফিরে আসেন মঞ্চে৷ ২০০২ সালে প্রতিষ্ঠিত তাঁর নিজস্ব রেকর্ড কোম্পানি ‘জ্যাজি ব্লু' থেকে প্রকাশিত হয় একাধিক অ্যালবাম৷ ২০০৯ সালের হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী তিন কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ শোনা যাচ্ছে, এ বছরই জার্মানি সফর করবেন ক্রিস রিয়ে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ