পপ সংগীত জগতের সুপার স্টার রবি উইলিয়ামস
২৪ নভেম্বর ২০১১নব্বই এর প্রথম দিকে ‘টেক দ্যাট' সংগীত গোষ্ঠীর মধ্য দিয়ে পপ অঙ্গনে, গীতিকার, সুরকার ও গায়ক রবি উইলিয়ামস'এর আত্মপ্রকাশ৷ পাঁচ সদস্যের এই সংগীত গোষ্ঠী নব্বই-এর দশকের তরুণ সমাজে পেয়েছে বিপুল সমাদর ও আন্তর্জাতিক খ্যাতি৷
‘টেক দ্যাট' গোষ্ঠীর গায়ক হিসেবে, অসংখ্য অ্যালবাম বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ সংগীতাঙ্গনে রবি উইলিয়ামস হয়ে ওঠেন এক সুপার স্টার৷ ১৯৯৫ সালে মতবিরোধের কারণে রবি এই গোষ্ঠী ছেড়ে দেন এবং একক সংগীত শিল্পী হিসেবে শুরু করেন তাঁর ক্যারিয়ার৷ ১৯৯৭সালে প্রকাশ পায় তাঁর প্রথম একক হিট অ্যালবাম ‘লাইফ থ্রু এ লেন্স'৷ তারপর থেকেই একের এক অ্যালবাম তাকে এনে দেয় আরো খ্যাতি৷
রবি উইলিয়ামস'এর জন্ম ১৯৭৪ সালে ইংল্যাণ্ডের নিউ কাসেলে৷ স্কুল জীবন থেকেই মিউজিক্যাল এর প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ৷ স্কুলের বেশ কিছু পরিবেশনায় অংশগ্রহণ করেন তিনি৷ ১৬ বছর বয়সে স্কুল শিক্ষা শেষ না করে থিয়েটারে যোগ দেয়ার চেষ্টা করেন এবং বেশ কিছু মিউজিক্যালে সুযোগও পেয়ে যান তিনি৷ ১৯৯০ সালে রবির পরিচয় হয় সংগীত প্রতিনিধি নাইজেল মার্টিন-স্মিথ এর সাথে৷ তিনি তাঁকে ‘টেক দ্যাট' সংগীত গোষ্ঠীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানান৷ সেই থেকে শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷
বিশ্বব্যাপী প্রায় ৭ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ সতেরোবার ব্রিট, দু‘বার গ্র্যামি,
সাত বার এখো সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন পপ সংগীত জগতের সুপার স্টার রবি উইলিয়ামস৷ বহু খ্যাতিমান শিল্পী কন্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক