1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন

২৮ জুন ২০১২

তিন বছর আগে ২৫শে জুন, বিংশ শতাব্দির সাড়া জাগানো সংগীত তারকা ‘দ্য কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন চির বিদায় নেন৷ পপ সংগীতের ইতিহাসে তিনি সূচনা করেছিলেন এক নতুন অধ্যায়৷

ছবি: AP

মাত্র পাঁচ বছর বয়স থেকেই সংগীত জগতে মাইকেল জ্যাকসন'এর সফল অগ্রযাত্রা৷ ষাট দশকে তিনি ও তাঁর চাঁর ভাই-এর ‘দ্য জ্যাকসন ফাইভ' সংগীত গোষ্ঠী পেয়েছিল আন্তর্জাতিক খ্যাতি৷ মাইকেল ছিলেন এই গোষ্ঠীর প্রধান গায়ক৷

১৯৭১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি শুরু করেন তাঁর একক ক্যারিয়ার৷ একের পর এক হিট অ্যালবাম বের হয় বাজারে৷ ৮২ সালে তাঁর অ্যালবাম ‘থ্রিলার' তাঁকে এনে দেয় বিশ্বখ্যাতি৷ এই অ্যালবামের ব্যবসায়ীক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে যা আজ অবধি কোনো সংগীত শিল্পী তা ভঙ্গ করতে পারেননি৷

মাইকেল জ্যাকসন'এর জন্ম ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানা'র গ্যারি শহরে, এক আফ্রো-অ্যামেরিকান পরিবারে৷ বাবা জো জ্যাকসন ১৯৬৪ সালে, পাঁচ ছেলে – জেরমাইন, জ্যাকি, টিটো, মেরলন ও মাইকেল'কে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘দ্য জ্যাকসন ফাইভ' সংগীত গোষ্ঠী৷ কনিষ্ঠতম মাইকেল'এর অসাধারণ সংগীত ও নৃত্য পরিবেশনা দৃষ্টি আকর্ষণ করে অসংখ্য সংগীত রশিকদের৷ এর পরের বছরই ‘মোটাউন' রেকর্ড কোম্পানির সাথে চক্তিবদ্ধ হন তাঁরা৷ আর সেই থেকেই তাঁর অসাধারণ সফল সংগীত জীবন ঠেকিয়ে রাখা যায়নি৷ সংগীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তাঁর এক নতুন আঙ্গিকের অসামান্য কলা কৌশল মুগ্ধ করেছিল অসংখ্য শ্রোতা দর্শকদের৷ তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সংগীত শিল্পী যিনি ‘ড্যান্স হল অফ ফেম'-এ অভিষিক্ত হয়েছেন৷

মাইকেল জ্যাকসনছবি: AP

সমাজ সেবায় উদ্বুদ্ধ মাইকেল শিশুদের সাহায্যার্থে প্রতিষ্ঠা করেছেন ‘হিল দ্য ওয়ার্ল্ড'৷ তাঁর জীবদ্দশায় প্রায় ৩০ কোটি ডলার দান করেছেন ৩৯টি সাহায্য সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে৷ সংগীত জীবনে পেয়েছেন আকাশচুম্বি জনপ্রিয়তা ও সাফল্য৷ বিশ্বব্যাপী ৭৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ১৩ বার গ্র্যমিসহ সংগীত জগতের প্রায় সব ধরণের পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ ২০০৯ সালের ২৫শ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলেস'এ মৃত্যুর কোলে ঢলে পড়েন পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ