1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ-সৌল সংগীত

২১ জুন ২০১২

বহুমুখি প্রতিভার অধিকারি এই মার্কিন সংগীত তারকা পেয়েছেন বিপুল সাফল্য ও প্রতিষ্ঠা৷ লায়নেল রিচি'র জন্ম ১৯৪৯ সালে, অ্যামেরিকার অ্যালাবামার টাসকেগি শহরে৷ ২০শে জুন ছিল এই সংগীত শিল্পীর ৬৩তম জন্মবার্ষীকি৷

Michael Jackson's children Paris, left, and Prince Michael Jackson II accept the Lifetime Achievement award on behalf their father presented by Lionel Richie, right, at the Grammy Awards on Sunday, Jan. 31, 2010, in Los Angeles. (AP Photo/Matt Sayles)
ছবি: AP

১৯৬৮ সালে সংগীত গোষ্ঠী ‘দ্য কমোডরস' নিয়েই গীতিকার, সুরকার, প্রযোজক, স্যাক্সোফোন বাদক ও গায়ক হিসাবে শুরু হয় লায়নেল রিচি'র সাফল অগ্রযাত্রা৷ মোটাউন রেকর্ডস প্রযোজিত ও রিচি রচিত ব্যালাড আঙ্গিকের একাধিক অ্যালবাম তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

৭০ দশকের শেষ দিকে ‘দ্য কমোডরস' ছেড়ে দিয়ে একক সংগীত শিল্পী হিসেবে লায়নেল শুরু করেন তাঁর ক্যারিয়ার৷ ১৯৮২ সালে তাঁর নিজের প্রযোজিত প্রথম সোলো অ্যালবাম ‘লায়নেল রিচি' বের হয় বাজারে৷ এই অ্যালবামের বেশ কিছু গান অ্যামেরিকা ও ইংল্যান্ড সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে৷

মাইকেল জ্যাকসনের স্মরণ অনুষ্ঠানে রিচিছবি: AP

লায়নেল রিচি'র জন্ম ১৯৪৯ সালে, অ্যামেরিকার অ্যালাবামার টাসকেগি শহরে৷ হাই স্কুলে তিনি ছিলেন একজন তুখোড় টেনিস খেলোয়াড়৷ সেই সুবাদে টাসকেগি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি লাভ করেন তিনি৷ এ সময়ই পড়াশোনার পাশাপাশি শুরু হয় তাঁর সংগীত চর্চা৷ ৭০'এর দশকে সৌল এবং ‘আর অ্যান্ড বি' সংগীত গোষ্ঠী ‘দ্য কমোডরস' নিয়ে তিনি জয় করেছিলেন বিরাট সাফল্য ও জনপ্রিয়তা৷ ৮০'র গোড়া থেকে শুরু হয় তাঁর সফল একক সংগীত জীবন৷ একের পর হিট গান বেরোয় বাজারে৷ ১৯৮৬ সালের ছায়াছবি ‘হয়াইট নাইটস'-এর ‘সে ইউ, সে মি' গানটির জন্য অস্কার পুরস্কারে ভূষিত হন রিচি৷

গীতিকার ও সুরকার হিসেবেও তিনি পেয়েছেন সমান সমাদর ও স্বীকৃতি৷ বহু খ্যাতিমান শিল্পীর জন্য তিনি রচনা ও প্রজোযনা করেছেন গান৷ ১৯৮৫ সালে আফ্রিকার সাহায্যার্থে মাইকেল জ্যাকসন ও কুইনসি জোনস'এর সঙ্গে রিচি রচনা করেন ঐতিহাসিক গান ‘উই আর দ্য ওয়ার্লড'৷ বহু সংগীত শিল্পী কণ্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷ বিশ্বব্যাপী এক কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ চারবার গ্র্যামি, একবার অস্কার ও গোল্ডেন গ্লোবসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন লায়নেল রিচি৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ