1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পবিত্র মাস শেষ, ব্লগার হত্যা শুরু'

৭ আগস্ট ২০১৫

আবার ব্লগার হত্যা৷ এবার নিহত নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷ কোনো হত্যার পর অপরাধী ধরা না পড়ায় হতাশাই ঝরছে বেশি৷

Niloy Neel Screenshot Twitter Blogger Mord Bangladesch
ছবি: Twitter

পুলিশের দেয়া বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে নিলয়কে হত্যা করে চার দুর্বৃত্ত৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খুব গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে এ খবর৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, আতঙ্ক ছড়িয়ে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করাই এ ধরণের হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য৷ হত্যাকারীদের শাস্তিও দাবি করেছে মানবাধিকার সংস্থাটি৷

একজন শেয়ার করেছেন নিলয়ের সেই ব্লগপোস্ট, যেখানে তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কার কথা লিখেছিলেন৷ নিলয় লিখেছিলেন দু'জন লোক অনেকটা সময়, অনেকটা পথ তাঁকে সন্দেহজনকভাবে অনুসরণ করেছিল, ঘটনাটি পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু পুলিশ নিরাপত্তা না দিয়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল তাঁকে৷

টুইটারে নিলয় নীলের হত্যাকাণ্ডে শোক এবং ক্ষোভ প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করেছেন অনেকে৷ একজন লিখেছেন, সকালে উঠেই খবরটা শুনে মন দুঃখভারাক্রান্ত হয়ে গেল৷

একজন মনে করছেন, নিলয়ের হত্যা মত প্রকাশের স্বাধীনতার ওপর খুব বড় আঘাত৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নিলয়ও ছিলেন তাঁর সহযোদ্ধা৷ ব্লগার অভিজিৎ হত্যার বিচার দাবিতেও সোচ্চার ছিলেন নিলয়৷ তাঁর প্রাণও গেল দুর্বৃত্তের হাতে৷

আরেকজন অন্যের এক টুইটকে টুইট করে নিলয়ের মর্মান্তিক বিদায়ে হতাশা প্রকাশ করেছেন৷ খবরটি তিনি যাঁর কাছ থেকে জেনেছেন, তাঁর মন্তব্যটা ভীষণ তাৎপর্যপূর্ণ৷ ‘সিয়াম' অর্থাৎ সংযম সাধনার মাস শেষে ঈদ, সেই ঈদের রেশ না কাটতেই আরেক ব্লগার হত্যার খবরটি পরিবেশন করতে গিয়ে তিনি লিখেছেন, ‘পবিত্র মাস শেষ, ব্লগার হত্যা শুরু'৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ