1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পম্পেই নয়, হারকুলেনিয়াম

ক্রিস্টিয়ান রোমান/এসি৮ এপ্রিল ২০১৬

ভিসুভিয়াস বললেই সেই হলিউডের ছবি – দ্য লাস্ট ডেজ অফ পম্পেই৷ অথচ দু'হাজার বছর আগে রোমানদের জীবন সম্পর্কে ধারণা করার জন্য নেপলস-এর কাছে হারকুলেনিয়ামে গেলেই চলে৷

হারকুলেনিয়াম
ছবি: DW

হারকুলেনিয়ামে রোমানদের জীবন

03:58

This browser does not support the video element.

ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে নেপলস শহর৷ ভিসুভিয়াস নেপলসের প্রেক্ষাপট, আবার এক অকল্পনীয় বিপদের প্রতীক৷ ভিসুভিয়াসের শেষ বিস্ফোরণ ঘটেছিল ৭২ বছর আগে৷ তবে নেপলসের মানুষ জানেন, বিপদের সঙ্গে কিভাবে ঘর করতে হয়৷ নেপলস শহরের প্রাচীন অংশটা ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ৷ যে কারণে বছরে দশ লক্ষ পর্যটক এখানে আসেন৷ বিশেষ করে মিউজিয়ামগুলো টুরিস্টদের টানে: যেমন মিউজিও দি কাপোদিমন্তে, যেখানে মধ্যযুগ থেকে রেনেসাঁস অবধি বিভিন্ন শিল্পকর্ম রাখা আছে৷ তবে এই এলাকার ইতিহাস আরো ভালোভাবে বুঝতে গেলে যেতে হবে হারকুলেনিয়ামে – ভিসুভিয়াসের কোপে ধ্বংসপ্রাপ্ত একটি শহর – নেপলস থেকে ট্রেনে আধ ঘণ্টা৷

খ্রিষ্টজন্মের ৭৯ বছর পরে ভিসুভিয়াসের একটি বিস্ফোরণে শহরটি চাপা পড়ে – আর ঠিক সেই কারণেই আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে৷ প্রত্নতত্ত্ববিদ দোমেনিকো কামার্দো বলেন, ‘‘আমরা এখানে রোমক আমলের নানা বাড়ি দেখি, যেগুলো তিনতলা অবধি অক্ষত অবস্থায় আছে৷ আশ্চর্য হলো যে, কাঠের জানলা-দরজার কপাট পর্যন্ত আগের অবস্থায় রয়েছে৷ যার ফলে আমরা দু'হাজার বছর আগের জীবনযাত্রা সম্পর্কে একটা ভালো ধারণা করতে পারি৷''

বুলওয়ার-লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পেই খ্যাত পম্পেয়েই শহরের বহু বাড়ি আগ্নেয়গিরির ছাইতে ধ্বংস হয়েছিল – হারকুলেনিয়াম কিন্তু পুরোপুরি লাভায় ঢাকা পড়ে৷ যে কারণে এখানকার বহু মোজেইক আর ফ্রেস্কো প্রায় দু'হাজার বছর পরেও, ঠিক আগের মতোই আছে৷

কামার্দো বলেন, ‘‘রোমানদের জীবনযাত্রা আরো ভালোভাবে বোঝা যায় এই হারকুলেনিয়ামে৷ এখানে প্রাসাদোপম বাড়িগুলির দেয়ালে মোজেইক আর দেয়ালচিত্র দেখতে পাওয়া যায়৷ আমরা দেখি, ধনি-দরিদ্র কিভাবে পাশাপাশি বাস করেছে৷ সকলেই এই সব দোকানে কেনাকাটা করতে আসত৷ দোকানিরা এখানে শুধু সুরা নয়, খাদ্যশস্য বেচত – যার অবশিষ্ট এখনও সংরক্ষিত আছে৷ এখানে খাবার কিনতে পাওয়া যেত, আবার দোকানে বসে খাওয়াও যেত৷''

ভিসুভিয়াসের বিস্ফেোরণের আগে হারকুলেনিয়াম কিরকম দেখতে ছিল, তা দেখা যায় সাইটের পাশে ভার্চুয়াল আর্কিওলজিকাল মিউজিয়ামে৷ ত্রিমাত্রিক প্যানোরামা ফিল্মে অতীতের সেই বিপর্যয় যেন আবার জীবন্ত হয়ে ওঠে৷ মিউজিয়ামের কিউরেটর চিরো কাচ্চিওলা বলেন, ‘‘আমাদের কাছে এই মিউজিয়াম একটা এক্সপেরিমেন্ট – একটা সফল এক্সপেরিমেন্ট৷ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে হারকুলেনিয়ামের প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য তুলে ধরার একটা সহজ-সরল পন্থা৷''

নেপলসের সান গ্রেগোরিও আর্মেনো গলিতে খ্রিষ্টীয় ‘ম্যাঞ্জার', অর্থাৎ যে গোয়ালঘরে খ্রিষ্টের জন্ম হয়েছিল, সেই সংক্রান্ত নানা মূর্তি ও পুতুল বিক্রি হয় – সারা বছর ধরেই – যদিও এগুলো কাজে লাগে বড়দিনের সময়৷ তবুও – সঙ্গে নিয়ে যেতে আপত্তি কী?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ