1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরবর্তী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

১২ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু৷ সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন বলে ধরে নেয়া হচ্ছে৷

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে সাহাবুদ্দিন চুপ্পু
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে সাহাবুদ্দিন চুপ্পুছবি: Privat

বাংলাদেশে ডয়চে ভেলে কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, রোববার সকালে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নিজের সই করা মনোনয়নপত্র জমা দেন  মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু৷ তিনি বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য৷

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম প্রস্তাব করেন, আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তা সমর্থন করেন৷

আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘‘বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবউদ্দিন চপ্পুকে মনোনয়ন প্রদান করেছে৷ আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছে৷''

অন্যদিকে সাংবাদিকদের অনুরোধের সাহাবুদ্দিন চুপ্পু শুধু বলেন, ‘‘সবই আল্লাহর ইচ্ছা৷''

কে সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি পদের এই প্রার্থীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তও সাংবাদিকদের কাছে তুলে ধরেন ওবায়দুল কাদের৷ তিনি জানান, ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা৷ ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান৷

ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি৷ ছিলেন পাবনা যুবলীগের সভাপতির দায়িত্বও৷ ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক চুপ্পু মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন৷

১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর দলের অনেকের সঙ্গে সাহাবুদ্দিন চুপ্পুকেও কারাবরণ করতে হয়৷ 

বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসর নেন৷

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক এই মহাসচিব বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ের নিযুক্ত করা সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷

তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন৷ পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়৷ দলের সর্বশেষ কাউন্সিলে তিনি নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন৷ বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য৷

এফএস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ