1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণুবিজ্ঞানী হত্যায় তুরস্কের নিন্দা

২৯ নভেম্বর ২০২০

ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্ক৷ ঘটনাটিকে ‘ঘৃণ্য হত্যাকাণ্ড' উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় দেশটি৷

ছবি: Tasnim

আর হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য৷

শনিবার ইরানের রাজধানী তেহরানের পাশে আবসারদ শহরে দেশটির পরমাণুবিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহের উপর হামলার ঘটনা ঘটে৷ হামলায় আহত হওয়ার পর হাসপাতালে তিনি মারা যান৷ ইরানের রেভ্যুলেশনারি গার্ডেসের সদস্য ফখরিজাদেহ দেশটির ‘আশা' নামের পরমাণু প্রকল্পের প্রধান ছিলেন৷

হত্যার এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘প্রতিশোধের' হুমকি দেন৷

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘‘আমরা এ ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দা জানাই৷ ইরান সরকার এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি৷''

এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বিবৃতিতে সবাইকে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায় এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়৷

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন৷ যুক্তরাজ্য এ অঞ্চলে অস্থিরতা কমে আসছে এমন পরিস্থিতি দেখতে চায় জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘ইরানে যা ঘটেছে তার বিস্তারিত জানার অপেক্ষায় আছি আমরা৷ তবে আমরা কঠোরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলি যা সাধারণ নাগরিকদের উপর হামলার বিরোধী৷''

আরআর/এডিকে (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ