1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণুবিজ্ঞানী হত্যায় তুরস্কের নিন্দা

২৯ নভেম্বর ২০২০

ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্ক৷ ঘটনাটিকে ‘ঘৃণ্য হত্যাকাণ্ড' উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় দেশটি৷

ছবি: Tasnim

আর হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য৷

শনিবার ইরানের রাজধানী তেহরানের পাশে আবসারদ শহরে দেশটির পরমাণুবিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহের উপর হামলার ঘটনা ঘটে৷ হামলায় আহত হওয়ার পর হাসপাতালে তিনি মারা যান৷ ইরানের রেভ্যুলেশনারি গার্ডেসের সদস্য ফখরিজাদেহ দেশটির ‘আশা' নামের পরমাণু প্রকল্পের প্রধান ছিলেন৷

হত্যার এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘প্রতিশোধের' হুমকি দেন৷

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘‘আমরা এ ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দা জানাই৷ ইরান সরকার এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি৷''

এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বিবৃতিতে সবাইকে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায় এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়৷

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন৷ যুক্তরাজ্য এ অঞ্চলে অস্থিরতা কমে আসছে এমন পরিস্থিতি দেখতে চায় জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘ইরানে যা ঘটেছে তার বিস্তারিত জানার অপেক্ষায় আছি আমরা৷ তবে আমরা কঠোরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলি যা সাধারণ নাগরিকদের উপর হামলার বিরোধী৷''

আরআর/এডিকে (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ