1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

পরমাণু অস্ত্র নিয়ে সংবিধান সংশোধন উত্তর কোরিয়ায়

২৮ সেপ্টেম্বর ২০২৩

সংবিধান সংশোধন করলো উত্তর কোরিয়া। সংশোধিত হলো পরমাণু নীতি। দেশরক্ষায় পরমাণু অস্ত্র বানাবার ছাড়পত্র।

উত্তর কোরিয়ায় সামরিক প্যারেডে প্রদর্শিত হয়েছে আইসিবিএম।
সম্প্রতি ডামি পরমাণু অস্ত্র নিয়ে আইসিবিএমের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ছবি: Yonhap/picture alliance

উত্তর কোরিয়ার পার্লামেন্টে সর্বসম্মতভাবে সংবিধান সংশোধনের প্রস্তাব নেয়া হয়। সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, সংশোধনে বলা হয়েছে, নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে উত্তর কোরিয়া উন্নত মানের পরমাণু অস্ত্র বানাতে পারবে। এই পরমাণু অস্ত্রর ফলে উত্তর কোরিয়া যুদ্ধের হাত থেকেও বাঁচবে বলে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, এবার দেশের পরমাণু নীতি স্থায়ী হলো। এটা এখন দেশের আইনে পরিণত হলো। কেউ এখন এই নীতি ভঙ্গ করতে পারবে না।

কিম বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি বাড়ানো এবং নানা ধরনের অস্ত্র বানানোর অর্থ হলো, সেগুলিকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা। তার অভিযোগ, অ্যামেরিকা এই অঞ্চলে এসে সামরিক মহড়া করছে, নানাভাবে উসকানি দিচ্ছে।

এক বছর আগেই উত্তর করিয়ায় একটা আইন হয়েছে, যেখানে বলা হয়েছে, নিজেকে রক্ষা করার স্বার্থে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।

কিম বলেছেন, ''যেসব দেশ অ্য়ামেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের একজোট করতে হবে।'' তার মতে, ''অ্যামেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের জোট হলো এশিয়ার ন্যাটো। এই জোট বিপজ্জনক।''

জিএইচ/এসজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ