1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

পরমাণু অস্ত্র প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি পুটিনের

২৩ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনের উপর হামলার প্রায় এক বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন পরমাণু অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক সরঞ্জাম প্রস্তুতির ঘোষণা করেছেন৷ অ্যামেরিকার সঙ্গে পরমাণু চুক্তিও বাতিল করেছেন তিনি৷

Russland Präsident Wladimir Putin
ছবি: Alexander Vilf/SNA/IMAGO

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বর্ষপূর্তির ঠিক আগে আবার পরমাণু অস্ত্র প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তিনি বলেন, জলে, স্থলে ও অন্তরীক্ষে পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র কাঠামোকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে৷ সেইসঙ্গে চলতি বছরেই একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম সারমাত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মোতায়েনের ঘোষণাও করেন পুটিন৷ তিনি আরও জানান, বড় আকারে আকাশ-ভিত্তিক হাইপারসোনিক কিনজাল সিস্টেম ও পানি-ভিত্তিক জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন চালিয়ে যাওয়া হচ্ছে৷ বৃহস্পতিবার ‘ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড' উপলক্ষ্যে রাশিয়ায় ছুটির সকালে ক্রেমলিন থেকে রাশিয়ার প্রেসিডেন্টের এই বার্তা প্রকাশিত হয়৷ উল্লেখ্য, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্টার্ট' চুক্তি চলতি সপ্তাহেই বাতিল করেছেন পুটিন৷

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিয়ে আস্ফালন সত্ত্বেও ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান'-এর ব্যর্থতা নিয়ে পুটিন প্রকাশ্যে মুখ খোলেন নি৷ বিশেষ করে যুদ্ধে বিশাল সংখ্যায় রুশ সৈন্য হারানোর বিষয়টি তাঁর মুখে স্থান পাচ্ছে না৷ তবে সম্ভবত চীন ও ভারতের মতো ‘মিত্র' দেশের চাপে পড়ে রুশ প্রেসিডেন্ট সরাসরি পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিচ্ছেন না৷

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস গত সেপ্টেম্বর মাসে পুটিনের দুটি ভাষণে পরমাণু অস্ত্রের হুমকির তীব্র নিন্দা করেন৷ ইউক্রেনের উপর হামলাকেও জাতিসংঘের সনদের পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি৷ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বুধবার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন৷ শান্তি ফেরানোর লক্ষ্যে তিনি সাধারণ পরিষদে এক প্রস্তাব পেশ করেন৷ অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগ করেন৷ বৃহস্পতিবার জাতিসংঘে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক-সহ একাধিক নেতা বক্তব্য রাখবেন৷

পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া চীনের সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বুধবার পুটিন মস্কোয় চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে স্বাগত জানান৷ তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও রাশিয়া সফরে আসছেন৷ শুক্রবার ইউক্রেনের উপর হামলার বর্ষপূর্তির দিনে শি এক ‘শান্তি ভাষণ' দেবেন বলে শোনা যাচ্ছে৷

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত ও অন্যান্য কিছু শহরের উপর রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মুখে রাশিয়ার বাহিনী সামান্য কিছু জমি দখল করতে পেরেছে বলে ইউক্রেন দাবি করছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ