1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু আলাপ-আলোচনায় সাফল্যের শেষ চেষ্টা

২৪ নভেম্বর ২০১৪

সোমবার গ্রিনউইচ মান সময় রাত এগারোটায় মেয়াদ শেষ হচ্ছে ২০১৩ সালে কৃত মধ্যকালীন সমঝোতার৷ বিশ্ব নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ি সদস্যদেশ সহ জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা কি ইরানকে রাজি করাতে পারবেন?

Steinmeier Bundeskabinett 13.08.2014
ছবি: Reuters

লক্ষণ দেখে তা মনে হচ্ছে না৷ যদিও পরমাণু শক্তির প্রশ্নে ইরানের সঙ্গে পশ্চিমের গত ১২ বছরের বিরোধের অন্ত ঘটানোর সম্ভবত এটাই ছিল সেরা সুযোগ – যদিও শেষ সুযোগ নয়, কেননা খেলার পরে যেমন থাকে ‘এক্সট্রা টাইম', ম্যাচের পরে ফিরতি ম্যাচ, ঠিক সেভাবেই এই মওকা হাতছাড়া হলেও, এই আলাপ-আলোচনা কয়েক সপ্তাহের জন্য বন্ধ রেখে আবার চালু করা যেতে পারে৷ নয়ত মধ্যকালীন সমঝোতায় কিছু নতুন শর্ত যোগ করে তার মেয়াদ আগামী বছর অবধি বাড়িয়ে দেওয়া যেতে পারে৷

গত শুক্রবার থেকে ভিয়েনায় যে কূটনৈতিক ‘ব্লিৎস' শুরু হয়েছে, তা যে মূল সমস্যাগুলি সমাধানে সফল হয়েছে, এমনটা ঠিক বলা চলে না – সংশ্লিষ্ট পররাষ্ট্রমন্ত্রীরা যেন আশা-নিরাশার দোলায় ভাসছেন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড যেখানে আশাবাদী, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার সেখানে ইরান এবং ছয় শক্তির মধ্যে গভীর ব্যবধানের কথা বলেছেন৷ এই আলাপ-আলোচনা যদি সফল হয়, তবে তা-তে সবচেয়ে বেশি উপকৃত হবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি৷ এ পক্ষ চায় ইরানের আণবিক বোমা তৈরির সম্ভাবনা চিরকালের মতো দূরীভূত করতে; ও পক্ষ চায় যথাশীঘ্র এবং যাবতীয় শাস্তিমূলক ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রত্যাহার৷ এবং দু'পক্ষকেই শেষমেষ আপোশের কোনো একটা ফর্মুলা মেনে নিতে হবে৷

সে আপোশের ফর্মুলা যে কী হবে, তা কারো জানা নেই৷ দৃশ্যত ইরান কোনোমতেই ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করতে, এমনকি কমাতে পর্যন্ত রাজি নয়৷ অপরদিকে শাস্তিমূলক ব্যবস্থা কমিয়ে পশ্চিমের যে কী লাভ হবে, তা নিয়ে পশ্চিমেও সন্দেহের কমতি নেই৷ উত্তরোত্তর আলাপ-আলোচনার জন্য ‘ঘড়িতে আরো সময় ভরো', চলতি সমঝোতার মেয়াদ বাড়িয়ে দাও – এ সব করে হাতে আরো কিছু সময় পাওয়া যাবে বটে; কিন্তু সময়ই তো এই বিরোধে একটা মূল সমস্যা৷ সময় যত যাবে, ততই ইরান আণবিক বোমা তৈরির জন্য আরো বেশি সময় পাবে৷ ওদিকে ইসরায়েল আগে থেকেই হুমকি দিয়ে বসে আছে যে, তারা ইরানের পরমাণু বোমার অধিকারী হওয়াটা কোনো পরিস্থিতিতেই বরদাস্ত করবে না৷ সৌদি আরবও ইরানের পারমাণবিক উচ্চাশায় আদৌ সুখি নয়৷ ইরান আণবিক বোমা তৈরি করলে গোটা অঞ্চলটায় একটা বড় আকারের সংকট দেখা দেবে৷

কাজেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ-এর সঙ্গে ষষ্ঠবারের জন্য মিলিত হয়েছেন৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবশ্যই একজন ‘কি প্লেয়ার'; আরো বড় কথা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নাকি আজ স্বয়ং কথা বলবেন ইরানের প্রেসিডেন্ট রোহানির সঙ্গে, জানাচ্ছে রুশ ইটার-টাস সংবাদ-সংস্থা৷ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ ভিয়েনা পৌঁছেছেন৷ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিয়ুস তো গোড়া থেকেই উপস্থিত৷

ওদিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ‘হার্ডলাইন' রিপাবলিকানদের আধিপত্য শুরু হতে চলেছে৷ এবার যদি রিপাবলিকানরা ইরানের বিরুদ্ধে আরো শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেন, তাহলে ইরানের সঙ্গে আলাপ-আলোচনার ভরাডুবি: এ কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা স্বয়ং৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ