আইএইএ-র সঙ্গে চুক্তি হলো ইরানের। পরমাণু কেন্দ্রে নতুন ক্যামেরা লাগিয়ে তা চালু করতে রাজি ইরান। অদূর ভবিষ্যতে তা চালু হবে।
বিজ্ঞাপন
ইরানকে আবার ২০১৫ সালের পরমাণু চুক্তিতে আনতে এখন আলোচনা করছে অ্যামেরিকা, জার্মানি সহ বেশ কিছু দেশ। সেই আলোচনা এখনো সফল হয়নি। কিন্তু তার আগে জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি(আইএইএ)-র সঙ্গে সমঝোতায় এল ইরান। সমঝোতা অনুযায়ী, পরমাণু কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ক্যামেরা বদল করা হবে। নতুন ক্যামেরা চালু করা হবে।
ইরানের মিডিয়া জানিয়েছে, আইএইএ-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই ক্যামেরা চালু হলে আইএইএ আবার পরমাণু কেন্দ্রের উপর নজরদারি করতে পারবে।
আইএইএ-র বক্তব্য
আইএইএ বিবৃতি দিয়ে বলেছে, ইরান ও আইএইএ একসঙ্গে মিলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। এর মধ্যে তথ্যেোর বিনিময় এবং বিশেষজ্ঞদের পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টিও থাকবে।
ইউরেনিয়াম ভান্ডার বাড়াচ্ছে ইরান: ইউএন ওয়াচডগ
ইরান আগেই জানিয়েছিল, ইউরেনিয়ামের মজুত বাড়ানো হবে। এবার জাতিসংঘের এই সংক্রান্ত রিপোর্টেও তা উঠে এল।
ছবি: The Right View/ZUMA/picture alliance
আইএইএ কমিটির রিপোর্ট
জাতিসংঘের পরমাণু সংক্রান্ত কমিটি আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রসি। সম্প্রতি এক রিপোর্টে তিনি জানিয়েছেন, ইরানে ইউরেনিয়ামের মজুত উদ্বেগজনক ভাবে বেড়েছে।
ছবি: Michael Gruber/Getty Images
তিনটি পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম
গ্রসির রিপোর্টে বলা হয়েছে, ইরান পরমাণু কেন্দ্র নিয়ে কোনো তথ্য দিচ্ছে না। তা সত্ত্বেও আইএইএ তদন্ত করে দেখেছে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বিপুল ইউরেনিয়াম মজুত করা হয়েছে।
ছবি: Iranian Presidency Office/WANA/REUTERS
ইউরেনিয়ামের পরিমাণ
রিপোর্ট বলছে, তিনটি পরমাণু কেন্দ্রে দুই দশমিক চার কিলোগ্রাম ইউরেনিয়াম পাওয়া গেছে। যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।
ছবি: Fatemeh Bahrami/AA/picture alliance
ইরানের হুমকি
ইরান আগেই জানিয়েছিল, অ্যামেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ২০১৫ সালের পরমাণু চুক্তি তারা মানবে না।
ছবি: Getty Images/AFP/H. Fahimi
ইরানের অবস্থান
বেশ কয়েকমাস আগেই ইরান জানিয়ে দিয়েছিল, দেশের পরমাণু কেন্দ্রগুলিতে বিদেশি পর্যবেক্ষকদের যেতে দেওয়া হবে না। পরমাণু কেন্দ্র সম্পর্কিত কোনো তথ্য দিতেও তারা বাধ্য থাকবে না।
ছবি: Getty Images/AFP/A. Kenare
আইন করে ইউরেনিয়াম
ইরানের পার্লামেন্টে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে, দেশের ইউরেনিয়াম মজুত ৩০ শতাংশ বাড়ানো হবে। সর্বোচ্চ নেতাও তাতে অনুমোদন দিয়েছেন।
ছবি: Tasnim/H. Malekpour
এরপর কী
জাতিসংঘের রিপোর্ট আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। অ্যামেরিকার প্রতিক্রিয়ার দিকে নজর গোটা বিশ্বের। অন্যদিকে, ইউরোপের দেশগুলি পরমাণু চুক্তি নিয়ে নতুন করে যে আলোচনা শুরু করেছিল, তাও থমকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ছবি: Thomas Kronsteiner/Getty Images
কী ঘটেছিল
২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে নিয়েছিল ইরান। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তি ছেড়ে বেরিয়ে যান। ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়। তারপর থেকেই সমস্যার সূত্রপাত।
ছবি: The Right View/ZUMA/picture alliance
8 ছবি1 | 8
আইএইএ জানিয়েছে, তারা ইরানকে ক্যামেরা দেবে। এই ক্যামেরা সহজে ব্যবহার করা যায়। ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সহজেই এই ক্যামেরা বিশ্লেষণ করে দেখতে পারবেন। আগামী ১৯ ডিসেম্বর এই ক্যামেরা ইরানকে দেয়া হবে। ডিসেম্বরের শেষে সেই ক্যামেরা লাগানো হবে।
নজরদারি ব্যবস্থা
গত জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়। ইরান জানিয়েছিল, অন্তর্ঘাতের কারণে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করেছিল। তবে এই দাবির সমর্থনে তারা কোনো প্রমাণ দিতে পারেনি।