পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমাবর্ষণ, হুমকি ট্রাম্পের
৩১ মার্চ ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি, অ্যামেরিকার সঙ্গে ইরান পরমাণু চুক্তি না করলে বোমাবর্ষণ করবে যুক্তরাষ্ট্র।
ডনাল্ড ট্রাম্প এবার ইরানকে হুমকি দিলেন। ছবি: Chris Kleponis/CPN/picture alliance
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন। ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণু চুক্তি এখনো বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, অ্যামেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।
সরাসরিহুমকি
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান ইরানের সঙ্গে অ্যামেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে 'বোমাবাজি' হবে। তিনি বলেন, "আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা পড়বে।" এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব।" তিনি মনে করিয়ে দেন এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।
হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের লাগাতার বোমাবর্ষণ
ডনাল্ড ট্রাম্প ইরানকেও হুমকি দিয়েছেন। তার বক্তব্য, হুতি বিদ্রোহীরা মার্কিন জাহাজে আক্রমণ না থামালে ইয়েমেনে বোমাবর্ষণ চলবে।
ছবি: U.S. Navy/AP/picture alliance
লাগাতার আক্রমণ
রাতভর ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে অ্যামেরিকা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হুতিরা একের পর এক আন্তর্জাতিক মালবাহী জাহাজে আক্রমণ চালাচ্ছে। তারই জবাবে এই আক্রমণ।
ছবি: Osamah Abdulrahman/AP Photo/picture alliance
ডনাল্ড ট্রাম্পের বক্তব্য
সমাজ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, 'সমস্ত হুতি সন্ত্রাসবাদীদের জানাচ্ছি, তোমাদের সময় শেষ। এই মুহূর্তে আক্রমণ বন্ধ করো। নইলে তোমাদের জীবন নরক বানিয়ে দেওয়া হবে।'
ছবি: Osamah Abdulrahman/AP Photo/picture alliance
হুতিদের জবাব
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যে মুহূর্তে হুতিরা জাহাজে আক্রমণ বন্ধ করবে, সেই মুহূর্তে অ্যামেরিকাও আক্রমণ বন্ধ করবে। কিন্তু হুতিরা জানিয়ে দিয়েছে, আপাতত আক্রমণ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং তা আরো তীব্র হবে।
ছবি: Naif Rahma/REUTERS
শিশু ও নারীর মৃত্যু
হুতি বিদ্রোহীদের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে তাদের এলাকায় অ্যামেরিকা যে আক্রমণ শুরু করেছে, তাতে এখনো পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কিছু নারী ও শিশু আছে। আহতের সংখ্যা ১০১।
ছবি: Naif Rahma/REUTERS
হুতি নেতার বক্তব্য
হুতি নেতা আবদুল মালিক আল-হুতি জানিয়েছেন, লোহিত সাগরে তারা মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন আক্রমণ চালিয়ে যাবেন। আগে অ্যামেরিকাকে তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে।
ছবি: U.S. Navy/AP/picture alliance
হুতিদের দাবি
হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, অ্যামেরিকার যুদ্ধ জাহাজ ইএসএস হ্যারি এস ট্রম্যানে তারা ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। যার ফলে জাহাজটির যথেষ্ট ক্ষতি হয়েছে। যদিও অ্যামেরিকা এবিষয়ে কোনো তথ্য দেয়নি।
ছবি: U.S. Navy/AP/picture alliance
অ্যামেরিকার বক্তব্য
অ্যামেরিকা জানিয়েছে, তাদের এফ-১৬ এবং এফ-১৮ যুদ্ধবিমান অন্তত ১১টি হুতি ড্রোন ধ্বংস করেছে। মার্কিন সেনারা হুতি মিসাইলও ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।
ছবি: U.S. Navy/AP/picture alliance
জাতিসংঘের বক্তব্য
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস দুইপক্ষকেই আক্রমণ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন। তার বক্তব্য, ইরান হুতিদের মদত দিচ্ছে।
ছবি: picture alliance/Xinhua News Agency
8 ছবি1 | 8
এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরো বলেন, "আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ দিয়েছিল।"
পরোক্ষআলোচনায়রাজিইরান
ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, "অ্যামেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।" তিনি আরো জানান, "আমরা আলোচনায় বসতে সবসময়েই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান।" ইরানের নেতা আয়াতোল্লা খামেনেইও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।