1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু চুক্তি রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে ইরান

৮ মে ২০১৯

২০১৫ সালে পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারীদের একটি চিঠি পাঠানোর কথা জানিয়েছে ইরান৷ চিঠিতে সেই চুক্তির প্রতি দায়বদ্ধতা থেকে সরে যাওয়ার কথা বলেছে দেশটি৷ ইরানের এই সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ৷  

USA Iran Spannungen Symbolbild Rohani im Atomkraftwerk in Bushehr
ছবি: picture-alliance/AP Photo/Iranian Presidency Office/M. Berno

ইরান বুধবার জানায়, ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে জানিয়েছে যে, চুক্তিতে থাকা ‘স্বত:স্ফূর্ত প্রতিশ্রুতিগুলো' না মানার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিমানবাহী রণতরী পাঠানোর পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি৷ তেহরানকে ‘পরিষ্কার এবং সন্দেহাতীত' বার্তা দিতে রণতরীর এই বহর পাঠানো হয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছে ওয়াশিংটন৷

ইরান যা বলেছে

টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন:

- বিশ্বশক্তিগুলো যদি প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া আবার শুরু করবে ইরান৷

- পরমাণু চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যারা এখনো চুক্তির পক্ষে রয়েছেন, অর্থাৎ জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া ইরানের তেল এবং ব্যাংকিংখাত রক্ষায় তাদের প্রতিশ্রুতি পূরণে আর ৬০ দিন সময় পাবে৷

- সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানির ভান্ডার, যা নির্দিষ্ট কিছু পারমাণবিক চুল্লীতে পরমাণু বিদারণের জন্য দরকার, কমানো বন্ধ করবে দেশটি৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির ‘স্বতঃস্ফূর্ত প্রতিশ্রুতিগুলো' না মানার সিদ্ধান্তের কথা ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষরকারী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জানিয়ে দেয়া হয়েছে৷

প্রসঙ্গত, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পরও সেটি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জেরিফ বলেছিলেন, ‘‘ইরানের ভবিষ্যৎ কর্মপন্থা পরমাণু চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে৷ এই চুক্তি থেকে সরে যাবে না ইসলামিক রিপাবলিকটি৷''

কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যেসব দেশ চুক্তির পক্ষে রয়েছে, তাদের সীমাবদ্ধতাকে দায়ী করেছে দেশটি৷ ইরান মনে করছে, এসব দেশের মার্কিন চাপ এড়িয়ে চলার ক্ষমতা নেই৷

উল্লেখ্য, ইরানের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ৷ ব্রিটেন বলেছে, ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভালো হবে না৷ পশ্চিমা দেশগুলো সেক্ষেত্রে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানিয়েছে লন্ডন৷ জার্মানি অবশ্য পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে নিজ দেশ এবং ইউরোপের দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়ে ইরানকে চুক্তি মানার আহ্বান জানিয়েছে৷ অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্র বানানোর কোনো সুযোগ দেবে না দেশটি৷

এআই/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ