1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু জ্বালানি খাত থেকে সরে আসার ঘোষণা সিমেন্সের

১৮ সেপ্টেম্বর ২০১১

পরমাণু জ্বালানি খাত থেকে সরে আসার ঘোষণা দিলো জার্মানির অন্যতম বড় কোম্পানি সিমেন্স৷ রোববার জার্মানির বহুল প্রচারিত সংবাদ ম্যাগাজিন ডেয়ার স্পিগেলে প্রকাশিত সাক্ষাৎকারে এই কথা জানালেন কোম্পানির প্রধান কর্মকর্তা৷

সিমেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা পেটার ল্যোশারছবি: AP

সিমেন্স এর নতুন সিদ্ধান্ত জার্মানির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলবে বলে মনে করা হচ্ছে৷

সাক্ষাৎকারে সিমেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা পেটার ল্যোশার জানিয়েছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন এবং অর্থায়নের সঙ্গে সিমেন্স আর জড়িত থাকবে না৷ এবং এই ধরণের কার্যক্রম তারা বন্ধ করে দিচ্ছেন৷ ল্যোশার বলেন, ‘‘আমাদের জন্য এই অধ্যায় শেষ৷ এখন থেকে আমরা প্রচলিত বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্রপাতি সরবরাহ করবো, যেমন বাষ্পচালিত টারবাইন৷ এর অর্থ, আমরা পরমাণু শক্তির পাশাপাশি গ্যাস এবং কয়লা থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায় শুধু এমন জায়গাগুলোতে প্রযুক্তি সরবরাহ করবো৷'' জার্মানির এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যে তাদের এই সিদ্ধান্ত এসেছে জার্মান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সমর্থনে৷ ল্যোশার বলেন, ‘‘এর মাধ্যমে আমরা জার্মানির সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমর্থন জানালাম৷''

সিমেন্সের তৈরি একটি পরমাণু চুল্লিছবি: picture alliance / Lehtikuva

উল্লেখ্য, জার্মানির সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২২ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ শক্তি পরিত্যাগ করার৷ জাপানের ফুকুশিমা কেন্দ্রে বিপর্যয়ের পর গোটা জার্মানিতেই পরমাণু শক্তির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে ওঠে৷ প্রবল জনমতের চাপে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ উল্লেখ্য, উন্নত দেশগুলোর মধ্যে জার্মানিই প্রথম পরমাণু বিদ্যুৎ পরিত্যাগের সিদ্ধান্ত নিলো৷

এর আগেও সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের আমলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তবে ম্যার্কেলের সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে৷ এবার জাপানের পরমাণু কেন্দ্রের বিপর্যয় থেকে শিক্ষা নিয়েছে জার্মানির সরকার৷ তাই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাতা কোম্পানিগুলোর বিরোধিতা সত্ত্বেও এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ এছাড়া ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার শতকরা ১৭ ভাগ থেকে বাড়িয়ে ৩৫ ভাগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁর সরকার৷ যদিও সমালোচকরা বলছেন, এইসব সিদ্ধান্ত তিনি নিয়েছেন মূলত হারিয়ে যাওয়া জনসমর্থন ফিরিয়ে আনার জন্য৷ তবে আন্তর্জাতিক মহল এবং পরিবেশবাদীদের কাছে জার্মান সরকার ভূয়সী প্রশংসা পেয়েছে৷

এদিকে সিমেন্স এর সঙ্গে রাশিয়ার আরেক বড় কোম্পানি রোসাটম এর একটি যৌথ উদ্যোগের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে৷ তবে সিমেন্স এর প্রধান কর্মকর্তা পেটার ল্যোশের জানালেন, দুই পক্ষই একসঙ্গে কাজ করতে আগ্রহী তবে সেটি হবে অন্য ক্ষেত্রে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ