1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু বিদ্যুৎ উৎপাদনে যাওয়া ঠিক হবে না, তবে...

১ আগস্ট ২০১১

জার্মানির বন শহরে ক’দিন আগে হয়ে গেল বাংলাদেশ বিষয়ক একটি সম্মেলন৷ বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জ্বালানি উন্নয়ন৷ সম্মেলনে বাংলাদেশি গবেষক ও বিজ্ঞানী ছাড়াও জার্মানি ও ইউরোপের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন৷

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা সাপেক্ষে জ্বালানি উন্নয়নে কীভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে আলোচনা করা, বলেছেন ‘আইসিসিইবি ২০১১' নামক এই সম্মেলনের মহাসচিব ড. মাজহারুল ইসলাম৷

সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের এখন সময় এসেছে বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে অগ্রসর হওয়ার৷ বিশেষ করে সৌরশক্তির ব্যবহারের উপর জোর দেয়ার কথা বলছেন তারা৷ বিজ্ঞানীরা বলেন, সৌরশক্তি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সৌর প্যানেল ও অন্যান্য উপকরণ তৈরি বাংলাদে‌শেই সম্ভব৷ এতে করে সৌরশক্তি সংগ্রহের খরচ আরো কমিয়ে আনা সম্ভব হবে, যা সৌরশক্তি ব্যবহারে সাধারণ মানুষকে আরো উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ছবি: AP

সম্মেলনের মহাসচিব মাজহারুল ইসলাম কাজ করেছেন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে৷ তাই তাঁর কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের দিকে যাওয়া উচিত কিনা৷ তিনি বললেন, ‘‘প্রথমত না৷ কারণ আমি আমার দেশের পরিস্থিতি জানি৷ তাই ওদিকে যাওয়াটা ঠিক হবে না৷ কিন্তু যদি বিদ্যুতের চাহিদা মেটানোর প্রশ্ন আসে তাহলে উত্তর হবে হ্যাঁ৷ তবে সেই সাথে বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য উৎস নিয়েও কাজ করে যেতে হবে৷''

ইসলাম বলেন সৌরশক্তি, বায়ু, সমুদ্রের ঢেউ, বায়োমাস এসব দিয়ে বিদ্যুৎ তৈরির সম্ভাবনার কথা বলেছেন অনেকে৷ কিন্তু এর মাধ্যমে কী বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব? উত্তরে তিনি বলেন, ‘‘হ্যাঁ সম্ভব৷ কিন্তু এজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার৷''

মাজহারুল ইসলাম বলছেন একটি বিশেষজ্ঞ দল এখন সদ্য সমাপ্ত সম্মেলনের সারসংক্ষেপ তৈরি করছেন যেটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে৷ এরপর সেটা সরকারের কাছে জমা দেয়া হবে৷ তবে তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কী করণীয় সে সম্পর্কে সরকারের একটা অ্যাকশন প্ল্যান রয়েছে৷ এর বাইরে আর কী কী করা যেতে পারে মূলত সে বিষয়গুলোই তাদের সারসংক্ষেপে তুলে ধরা হবে বলে জানান ইসলাম৷

এছাড়া, প্রতি দুই বছর পরপর আইসিসিইবি সম্মেলন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ