1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

টুইটারের পূর্ণ নিয়ন্ত্রণে ইলন মাস্ক

১ নভেম্বর ২০২২

সিইও পরাগ আগরওয়ালসহ অন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরিয়ে দিয়েছিলেন আগেই৷ এবার টুইটারের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করে নিজে সিইও-ও হলেন ইলন মাস্ক৷

Symbolbild I Elon Musk - Twitter
ছবি: Dado Ruvic/Illustration/REUTERS

৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেয়া মাস্ক অবশ্য জানিয়েছেন এ পরিবর্তন সাময়িক৷ এক টুইট বার্তায় স্পেস এক্স এবং টেসলারও মালিক আরো জানান, খুব শিগগির নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হবে৷ তবে পর্ষদ কবে নাগাদ গঠন করা হতে পারে সে বিষয়ে কিছু বলেননি৷

টুইট বার্তায় মাস্ক জানান, এখন থেকে তিনিই হবেন সোশাল মিডিয়া জায়ান্ট টুইটারের মুখ্য নির্বাহী কর্মকর্তা৷ টুইটার অ্যাকাউন্টে ইতিমধ্যে নিজের পরিচয় ‘চিফ টুইট' হিসেবে উল্লেখ করেছেন তিনি৷ এর ফলে টুইটারের পরিচালক এবং সিইওর দুই গুরুত্বপূর্ণ দায়িত্বেই এখন কর্ণধার ইলন মাস্ক৷

টুইটারে কী কী পরিবর্তন

টুইটারে ব্যাপক পরিবর্তন আনছেন বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক৷ ইতিমধ্যে প্রতিষ্ঠানের প্রায় সব শীর্ষ কর্মকর্তাকেই সরিয়েছেন৷ সেই তালিকায় ভারতীয় বংশোদ্ভুত সাবেক সিইও পরাগ আগরওয়াল তো রয়েছেনই, আরো রয়েছেন ব্রেট টেলর, ওমিদ কোর্দেস্তানি, ডাভিড রোজেনব্লাট, মার্থা লেন ফক্স, প্যাট্রিক পিচেট, এগন দুরবান, ফেই-ফেই লি এবং মিমিআলমায়েহু৷ বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ছাঁটাই এখনো শেষ হয়নি, মাস্ক আরো ব্যাপক ছাঁটাইয়ের কথা ভাবছেন৷ টুইটারকে ঢেলে সাজাতে বর্তমানে যে ৭৫ হাজার কর্মী রয়েছে, তাদের অন্তত ৭৫ ভাগকেই বিদায় করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷

টুইটার অ্যাকাউন্টে ইতিমধ্যে নিজের পরিচয় ‘চিফ টুইট' হিসেবে উল্লেখ করেছেন ইলন মাস্কছবি: Nikolas Kokovlis/NurPhoto/IMAGO

এছাড়া টুইটারের সফটওয়্যার কোডও যথাযথ কিনা তা পরীক্ষা করে দেখছেন ইলন মাস্ক৷ তা দেখার দায়িত্ব ইতিমধ্যে টেসলার প্রকৌশলীদের দিয়েছেন তিনি৷

এসিবি/ কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ