1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিচিত পরিবেশেই শিশুদের যৌন হয়রানি বেশি

১৪ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশে কিশোরীদের এক তৃতীয়াংশ কোনো-না-কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ এই তথ্য সংসদকে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷

Symbolbild Kindesmissbrauch Missbrauch sexuelle Gewalt
ছবি: Fotolia/Kitty

তবে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী ডয়চে ভলেকে বলেছেন, বাংলাদেশে প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাত জনই যৌন হয়ারানির শিকার৷ আর তারা প্রধানত পরিচিত পরিবেশেই এর শিকার হয়৷

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর তথ্য অনুযায়ী, দেশের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের মধ্যে ৩৪.২ শতাংশ যৌন নির্যাতনের শিকার৷ আর ৩০.৯ শতাংশ কিশোরী জীবনে কোনো-না-কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে৷''

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ সংসদকে জানান, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার স্থাপন করা হয়েছে৷ টোল-ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারছে৷ চলতি বছর থেকে হেল্প লাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে৷''

রোকসানা সুলতানা

This browser does not support the audio element.

বাংলাদেশে মেয়ে শিশুদের যৌন হয়রানির চিত্র আরো ভয়াবহ বলে মনে করেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী রোকসানা সুলতানা৷ তিনি বলেন, ‘‘আমরা আমাদের পর্যক্ষেণ এবং নমুনা জরিপে দেখেছি, প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাতজনই যৌন হয়ারানির শিকার৷ আর এরা প্রধানত নিজেদের ঘরে বা পরিচিত পরিবেশেই যৌন হয়রানির শিকার হয়৷''

তিনি জানান, ‘‘সাধারণভাবে মনে করা হয় নিম্নবিত্ত পরিবার বা বস্তিতে এই প্রবণতা বেশি৷ বাস্তব চিত্র হচ্ছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব পরিবেশেই মেয়ে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷আমাদের এই পর্যক্ষেণ ধর্ষণের বাইরে৷ ধর্ষণে বাইরের লোকরা জড়িত থাকে বেশি৷ আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যৌন হয়রানির শিকার হওয়া যেসব মেয়ে শিশু আসে, তারা নিম্নবিত্ত পরিবারের৷ তবে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব ঘটনা গোপন করে৷ তাই সাধারণভাবে মনে হতে পারে, নিম্নবিত্ত পরিবারে এই সমস্যা বেশি৷ আসলে তা সঠিক নয়৷''

রোকসানা সুলতানা আরো বলেন, ‘‘পরিচিত পরিবেশ বলতে আমরা আত্মীয়-স্বজনকেই বোঝাচ্ছি৷ এবং মেয়ে শিশুরা পুরুষ আত্মীয়দের দ্বারাই সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয়৷ শুধু আইন নয়, এটা প্রতিরোধে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ