1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পরিধানযোগ্য কম্পিউটার’

৪ জুন ২০১৩

সামনে আসছে গুগলের বিস্ময়কর চশমা ‘গুগল গ্লাস’৷ বসে নেই অ্যাপল-ও৷ তাদের স্মার্টওয়াচ ‘আইওয়াচ’ বাজারে আসার খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই৷ তাহলে কী ধরে নেয়া যায় যে, এসব পরিধানযোগ্য কম্পিউটারই আমাদের ভবিষ্যতের সঙ্গী?

April 4, 2012 - A model wears a Google Glass. Google finally acknowledged that it's testing a prototype set of eyeglasses that can stream data to the wearer's eyes in real time
ছবি: picture alliance/ZUMA Press

অ্যাপলের প্রধান নির্বাহি টিম কুক গতমাসেই বলেছেন যে, সামনের দিনগুলোতে অনেক কোম্পানিই এ ধরণের ডিভাইস উদ্ভাবন নিয়ে কাজ করবে৷

অবশ্য টিম কুক এই কথা বলার আগেই অনেকে কাজ শুরু করে দিয়েছে৷ তারই কিছু প্রমাণ দেখা যাবে মঙ্গলবার থেকে তাইওয়ানে শুরু হওয়া পাঁচদিনের মেলা ‘কম্পিউটেক্স'-এ৷

স্মার্টওয়াচ

যেমন তাইওয়ানের কোম্পানি সনোস্টার ইনকর্পোরেশন মেলায় তাদের তৈরি স্মার্টওয়াচ দেখাবে৷ যেটা দিয়ে ফেসবুক, টুইটারে ঘোরাঘুরি করা ছাড়াও পড়া যাবে ইবুক৷ এছাড়া জগিং এর সময় ঘড়িটি আপনাকে জানিয়ে দেবে আপনি কতদূর দৌড়ালেন আর কতখানি ক্যালরি ক্ষয় করলেন৷ চলতি বছরের তৃতীয় ভাগে ঘড়িটি কিনতে পারা যাবে বলে জানিয়েছে সনোস্টার৷ দাম পড়বে ১৭৯ ডলার৷

স্মার্টওয়াচছবি: Josep Lago/AFP/Getty Images

বুদ্ধিমান হেডসেট

এছাড়া মেলায় দর্শনার্থীরা পরিচিত হতে পারবে ‘মাইন্ডওয়েভ মোবাইল' নামের আরেকটি পরিধানযোগ্য কম্পিউটারের সঙ্গে৷ এটা হলো মস্তিস্ক ও কম্পিউটারের একটা ইন্টারফেস, যেটা হেডসেট ব্যবহারকারীদের কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে৷ সেইসঙ্গে তারা স্ক্রিনে মস্তিস্কের তরঙ্গ দেখতে পারবেন৷

কিন্তু...

তবে বিশ্লেষকরা এসব পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যৎ নিয়ে এখনই উচ্চাশা প্রকাশ করছেন না৷ যেমন প্রযুক্তি বিষয়ের লেখক এডওয়ার্ড টেনার গুগল গ্লাসকে ভবিষ্যতের ‘সেগওয়ে' হিসেবে দেখছেন৷ সেগওয়ে হচ্ছে দুই চাক্কার একটি বাহন যেটা ব্যাটারি দিয়ে চলে৷ অতীতে যখন এই বাহন উদ্ভাবনের কথা জানানো হয়েছিল তখন এর ভবিষ্যৎ নিয়ে অনেক উচ্চাশা প্রকাশ করা হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে দেখা গেলো, সেটা সম্পর্কে মানুষ আর তেমন আগ্রহী হয়নি৷

সুতরাং সকল ক্ষমতার উৎস ব্যবহারকারীরা৷ একমাত্র তারাই পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারেন৷ এই ব্যবহারকারীদের মধ্যে পড়ি আমি, আপনি বা আপনারা৷ তাই আপনিই বলুন, স্মার্টওয়াচ বা বুদ্ধিমান হেডসেট আপনার চাই কী না৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ