1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবর্তনের হাওয়ায় মরক্কোতে গণভোট

১ জুলাই ২০১১

আরর বিশ্বে গণতান্ত্রিক জাগরণের যে ঢেউ উঠেছে, তার প্রতিক্রিয়ায় মরক্কোর নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হলো৷ এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে মরক্কোর রাজা সংবিধানে যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন সেগুলো কার্যকর হবে৷

রাজধানী রাবাতে রাজার সমর্থকদের মিছিলছবি: AP

প্রেক্ষাপট

আরব বিশ্বের অন্যান্য দেশে গণতন্ত্রের দাবিতে প্রবল আন্দোলন দেখা গেলেও মরক্কোতে তেমনটা দেখা যায়নি৷ তবে মরক্কোতে গণতন্ত্রের দাবিতে প্রবল আন্দোলন না হলেও আরব বিশ্বের সেই আন্দোলনের ঢেউ কিন্তু ঠিকই এখানে এসে ধাক্কা দিয়েছে৷ কিন্তু ধাক্কা জোরালো হবার আগেই মরক্কোর রাজা পরিস্থিতি বুঝে উদারনীতির পথে হেঁটেছেন৷ তবে মরক্কোতে একটি আন্দোলন ঠিকই চলছে৷ গত ২০ ফেব্রুয়ারি গণতন্ত্রকামী অনেক মানুষ মরক্কোতে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা অন্যান্য দেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন৷ ফেব্রুয়ারি টোয়েন্টি নামে সেই প্রতিবাদে যারা যোগ দিয়েছিলেন তাদের দাবি ছিল রাজতন্ত্রের হাত থেকে সর্বময় ক্ষমতা কেড়ে নিয়ে সংসদকে দেওয়া৷ বলা চলে, তাদের সেই প্রতিবাদের ফসল এই সংবিধান পরিবর্তন এবং গণভোট৷

ক্যাসাব্লাঙ্কাতে প্রতিবাদকারিদের মিছিলে চড়াও হয় পুলিশছবি: dapd

পরিবর্তন

রাজা ষষ্ঠ মোহাম্মদ তার প্রস্তাবে সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনার কথা বলেছেন৷ প্রথমেই প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়৷ আগে এটি রাজার হাতে থাকলেও এখন থেকে সংসদই ঠিক করবে সেটি৷ প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান৷ এছাড়া মন্ত্রীদের নিয়োগ রাজার হাতে থাকলেও সেটি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে করতে হবে৷ অর্থাৎ নির্বাহী অনেক ক্ষমতা এখন রাজার কাছ থেকে চলে যাবে প্রধানমন্ত্রীর হাতে৷ এছাড়া সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা আমাজিঘকে আরবির মতই দাপ্তরিক ভাষা হিসেবে গণ্য করা হবে৷ তবে রাজার হাতে সামরিক কর্তৃত্ব বহাল থাকছে, এবং তিনিই রাষ্ট্রের প্রধান হিসেবে বিবেচিত হবেন৷ এছাড়া ধর্মীয় এবং বিচারিক বিভাগের প্রধানও থাকছেন তিনি৷

আসল দাবি

তবে ফেব্রুয়ারি টোয়েন্টি সংশ্লিষ্ট অনেকে কিন্তু এই গণভোটকে মেনে নিচ্ছেন না৷ তারা এই গণভোট বয়কটেরও দাবি জানিয়েছেন৷ আসলে তাদের যুক্তি হলো, এই নামকাওয়াস্তে পরিবর্তন করে লাভ নেই৷ তারা চায় সত্যিকার গণতন্ত্র৷ এই গণভোটে ভোটার সংখ্যা ১৩ মিলিয়ন৷ সকাল থেকে তেমন ভোটার দেখা না গেলেও পরে বেশ কিছু ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুপুরের মধ্যে ২৬ শতাংশ ভোট পড়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ