1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবহন ধর্মঘটে নাকাল কলকাতা

২৪ জুলাই ২০০৯

১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশের বিরুদ্ধে শুক্রবারের পরিবহন ধর্মঘটে নাকাল হল কলকাতা-সহ গোটা রাজ্য৷

ছবি: UNI

প্রায় একবছর আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১৫ বছর বা তার বেশি পুরনো যন্ত্রচালিত যান, যেগুলি মাত্রাতিরিক্ত দূষণ ছড়ায়, সেগুলিকে বাতিল করতে হবে৷ পরের এক বছরে বাস, ট্যাক্সি, ট্রাক ও লরিমালিকদের দিক থেকে এ ব্যাপারে যেমন এক ধরণের অনিচ্ছা কাজ করেছে, অন্যদিকে সরকারের দিকেও বিস্ময়কর এক নিষ্ক্রিয়তা চোখে পড়েছে৷ যার পরিণতি, আদালত নির্দেশিত ৩১ জুলাইয়ের সময়সীমা একেবারে ঘাড়ের ওপর এসে পড়েছে৷ এবং সময় কম, এই যুক্তিতে হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় শুক্রবার একদিনের ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস, মিনিবাস, লরি, ট্রাক ও ট্যাক্সি মালিক ও কর্মচারীরা৷ ফলে কলকাতা এবং রাজ্যের অন্যত্রও দিনভর নাকাল হলেন নিত্যযাত্রীরা৷ সরকারি বাস যথেষ্ট সংখ্যায় থাকার প্রতিশ্রুতি থাকলেও যথারীতি সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হল রাজ্য পরিবহণ দফতর৷ পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী যদিও এদিন দাবি করেছেন যে বাসমালিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ ধর্মঘট শনিবারই উঠে যাবে৷ কিন্তু অন্যদিকে শোনা যাচ্ছে, লাগাতার পরিবহণ ধর্মঘটের কথা ভাবছে ইউনিয়নগুলি৷ বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফ থেকে এদিনও হাইকোর্টে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও নাকি ভাবছেন বাস ও ট্রাকমালিকরা৷ ফলে দূষণমুক্তির সম্ভাবনা তো নেইই, বরং ধর্মঘট আরও জোরদার হওয়ার আশংকা দেখা দিয়েছে৷

প্রতিবেদক: শীর্ষ বন্দোপাধ্যায়

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ