1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবহন ধর্মঘটে ভোগান্তি

২০ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে৷ এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ৷

ফাইল ছবিছবি: bdnews24.com

পরিবহন শ্রমিকদের স্বেচ্ছা কর্মবিরতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরের বেশ কিছু জেলায় গত দু'দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে৷ বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে৷ বুধবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট৷

সড়কে এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটে থাকা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ধর্মঘটের অবসান হবে বলে সরকারি দলের নেতারা আশা করছেন৷

তবে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বুধবার সকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দেশজুড়ে তাদের কর্মবিরতি চলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে৷ গতকাল (মঙ্গলবার) আমরা কর্মসূচি ঘোষণা করার পর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল৷ কিন্তু সেখানে দাবি পূরণে কোনো আশ্বাস পাইনি, এজন্য কর্মবিরতি চলছে, এটা চলবে৷’’

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম৷ তিনি বলেন, ‘‘ট্রাক শ্রমিকরা বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দিচ্ছে৷ বাস শ্রমিকরাও সড়ক আইনের বিরোধিতা করছেন, তারা কাজ করছেন না৷’’

যাত্রী নিয়ে ঢাকা আসার পথে কুমিল্লার আলেখারচরে ট্রাক শ্রমিকরা বাসের হেলপার, চালকদের মারধর করছে এবং গাড়ি আটকে রাখছে বলে জানান আবুল কালাম৷ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর ও ডেমরায় বাস আটকে দেওয়া হচ্ছে৷

শাস্তির মাত্রা বাড়িয়ে নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের শুরু থেকে তার বিরোধিতা করে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকরা৷ সোমবার থেকে আইনটি কার্যকর করার পর কোনো চাপে পিছু হটবেন না বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন৷ তা সত্ত্বেও পরিবহন মালিক-শ্রমিকরা দৃশ্যত চাপ বাড়িয়ে দেন৷

আবুল কালাম বলেন, ‘‘সড়ক পবিরহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মোবাইল কোর্ট পরিচালনায় শিথিল হতে বললেও তা হচ্ছে না৷ এ কারণে বাস চালক-শ্রমিকরাও আতঙ্কিত, তারা বাস চালাচ্ছে না৷’’

বুধবার মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গাড়ি না ছাড়লেও শত শত যাত্রী কাউন্টারের সামনে বা রাস্তার ধারে অপেক্ষা করছেন৷ তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন৷

অনেকেই হঠাৎ করে পরিবহন ধর্মঘট হওয়ায় চরম বিপাকে পড়েছেন৷ বুধবার ঢাকার মিরপুরে কয়েকটি বাস ভাংচুর করেছেন ধর্মঘটী শ্রমিকরা৷ এছাড়া বিআরটিসি বাসের একজন চালক ও যাত্রীকে মারধর করেছেন তারা৷

এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত এপ্রিল মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ