সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে৷ এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ৷
বিজ্ঞাপন
পরিবহন শ্রমিকদের স্বেচ্ছা কর্মবিরতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরের বেশ কিছু জেলায় গত দু'দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে৷ বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে৷ বুধবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট৷
সড়কে এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটে থাকা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ধর্মঘটের অবসান হবে বলে সরকারি দলের নেতারা আশা করছেন৷
তবে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বুধবার সকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দেশজুড়ে তাদের কর্মবিরতি চলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে৷ গতকাল (মঙ্গলবার) আমরা কর্মসূচি ঘোষণা করার পর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল৷ কিন্তু সেখানে দাবি পূরণে কোনো আশ্বাস পাইনি, এজন্য কর্মবিরতি চলছে, এটা চলবে৷’’
নতুন আইনে সড়কে যা করা যাবে না
এক নভেম্বর থেকে কার্যকর হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮৷ যেখানে বাড়ানো হয়েছে অপরাধের শাস্তি ও জরিমানার পরিমান৷ জেনে রাখুন তার কিছু তথ্য৷
ছবি: DW/M. rahman
নতুন আইন যেভাবে
গত বছর বাসের চাপায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুর পর ঢাকায় শুরু হয় শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন৷ এরপর শাস্তির বিধান কঠোর করে সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রণয়ন করে সরকার৷ ১ নভেম্বর থেকে তা কার্যকরের জন্য ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়৷
ছবি: Getty Images/AFP/M. uz Zaman
শুরুতেই জটিলতা
আইনটি বাস্তবায়নে শুরুতেই দেখা দেয় জটিলতা৷ ট্রাফিক পুলিশের সফটওয়্যার আপডেট না করায় নতুন হারে জরিমানা আদায় করা যায়নি এক নভেম্বর থেকে৷ তৈরি হয়নি আইনের প্রয়োজনীয় বিধিমালাও৷ আইনের প্রয়োগ তাই শুরু হচ্ছে পরবর্তী সপ্তাহ থেকে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
লাইসেন্স ছাড়া গাড়ি
গাড়ি চালাতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ না হলে ভোগ করতে ৬ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড৷
ছবি: Bdnews24.com
লাইসেন্স হস্তান্তর
একজনের ড্রাইভিং লাইসেন্স আরেকজনকে দেয়া যাবে না৷ এজন্য এক মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে৷
ছবি: DW/M. Mamun
লাইসেন্স লাগবে কন্ডাক্টরেরও
গণপরিবহনে কন্ডাক্টরের জন্যেও লাইসেন্স লাগবে৷ লাইসেন্স ছাড়া কেউ এই দায়িত্ব পালন করলে তার এক মাসের জেল, পাঁচ হাজার টাকা পরিমানা হতে পারে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
নিবন্ধন ছাড়া গাড়ি
নিবন্ধন ছাড়া কোন মোটরযান ব্যবহার করলে শাস্তি ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা৷
ছবি: DW/M. R. Rahman
ফিটনেস সনদ
ফিটনেস সনদ ছাড়া, মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে বা ঝুঁকিপূর্ণ মোটরযান চালালে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
অবৈধ স্থাপনা
মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের শাস্তি দুই বছর জেল ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
রাস্তা পারাপারে সাবধান
মোটরযান এবং পথচারীদের চলাচলে ট্রাফিক সাইন বা সংকেত মেনে চলতে হবে৷ জেব্রা ক্রসিং, ফটওভার ব্রিজ, আন্ডারপাস সুবিধা থাকলে সেগুলো ব্যবহার করে পথচারীদের পারাপার হতে হবে৷ না হলে এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে৷
ছবি: DW/M. rahman
অতিরিক্ত ভাড়া আদায়
গণপরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে৷ এর বরখেলাপ বা অতিরিক্ত ভাড়া আদায় করলে এক মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
প্রথমবার অপরাধ
ডিএমপি কমিশনার জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে অপরাধের দায়ে কাউকে জরিমানা করা হলে সেক্ষেত্রে আপিলের সুযোগ আছে৷ প্রথমবার কেউ অপরাধ করলে তাকে সহনীয় পর্যায়ে জরিমানা করা হবে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
পোশাকে থাকবে ক্যামেরা
আইন কার্যকর ঠিকমতো করা হচ্ছে কিনা সেজন্য সার্জেন্টের পোশাকে ক্যামেরা লাগানো থাকবে বলে জানান ডিএমপি কমিশনার৷ সেটি বন্ধ থাকলে বুঝে নেয়া হবে, ‘‘অবৈধ কাজের জন্য ক্যামেরা বন্ধ ছিল’’৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
12 ছবি1 | 12
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম৷ তিনি বলেন, ‘‘ট্রাক শ্রমিকরা বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দিচ্ছে৷ বাস শ্রমিকরাও সড়ক আইনের বিরোধিতা করছেন, তারা কাজ করছেন না৷’’
যাত্রী নিয়ে ঢাকা আসার পথে কুমিল্লার আলেখারচরে ট্রাক শ্রমিকরা বাসের হেলপার, চালকদের মারধর করছে এবং গাড়ি আটকে রাখছে বলে জানান আবুল কালাম৷ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর ও ডেমরায় বাস আটকে দেওয়া হচ্ছে৷
শাস্তির মাত্রা বাড়িয়ে নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের শুরু থেকে তার বিরোধিতা করে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকরা৷ সোমবার থেকে আইনটি কার্যকর করার পর কোনো চাপে পিছু হটবেন না বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন৷ তা সত্ত্বেও পরিবহন মালিক-শ্রমিকরা দৃশ্যত চাপ বাড়িয়ে দেন৷
আবুল কালাম বলেন, ‘‘সড়ক পবিরহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মোবাইল কোর্ট পরিচালনায় শিথিল হতে বললেও তা হচ্ছে না৷ এ কারণে বাস চালক-শ্রমিকরাও আতঙ্কিত, তারা বাস চালাচ্ছে না৷’’
বুধবার মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গাড়ি না ছাড়লেও শত শত যাত্রী কাউন্টারের সামনে বা রাস্তার ধারে অপেক্ষা করছেন৷ তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন৷
অনেকেই হঠাৎ করে পরিবহন ধর্মঘট হওয়ায় চরম বিপাকে পড়েছেন৷ বুধবার ঢাকার মিরপুরে কয়েকটি বাস ভাংচুর করেছেন ধর্মঘটী শ্রমিকরা৷ এছাড়া বিআরটিসি বাসের একজন চালক ও যাত্রীকে মারধর করেছেন তারা৷
এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গত এপ্রিল মাসের ছবিঘরটি দেখুন...
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
অনেক সাবধানতামূলক ব্যবস্থা নেয়া হলেও জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে কমছে না সড়ক দুর্ঘটনার হার৷ ছবিঘরে থাকছে জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্য৷
ছবি: picture-alliance/dpa/PAP/D. Delmanowicz
এত সড়ক দুর্ঘটনা জার্মানিতে?
কঠোর নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হয় জার্মানিতে৷ তারপরও প্রতি বছর দেশটিতে কয়েক হাজার সড়ক দুর্ঘটনা ঘটে৷ দেশটির ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জার্মানিতে ছোট-বড় মিলিয়ে মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে৷
ছবি: AP
বেশি দুর্ঘটনা সরকারি যানবাহনে
এ সময়ের মধ্যে ঘটা সড়ক দুর্ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে সরকারি যানবাহনগুলোর সাথে৷ পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনার মধ্যে চার হাজার ৫২টি ঘটেছে রাষ্ট্রায়ত্ব বাসের দ্বারা৷ মাত্র ২২৯টি দুর্ঘটনার শিকার ছিল পর্যটকবাহী যানবাহন৷
ছবি: Imago Images/GlobalImagens/R. Silva
মৃতের সংখ্যা খুব বেশি নয়
পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২২ জন৷ নিরাপদ সড়ক আইন কার্যকর করা ও মেনে চলার কারণেই দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ছবি: AP
ইউরোপে সড়ক দুর্ঘটনা
ইউরোপিয়ান কমিশনের ২০১৮ সালে প্রকাশিত বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন বলছে, ২০১৬ সালে ইউরোপের দেশগুলোতে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার ছয়শ’৷ আর এ সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ১৪ লাখ লোক আহত হন৷
ছবি: Imago Images/GlobalImagens/R. Silva
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনাকে মানুষের মৃত্যুর অষ্টম প্রধানতম কারণ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১৪ লাখ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়৷