1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

১৬ আগস্ট ২০১১

দেশের সড়ক-মহাসড়ক মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে ৬৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে৷ কালকের মধ্য এই অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়৷ আর ঈদের আগেই সংস্কার কাজ শেষ করতে হবে৷

বাংলাদেশে পথ দুর্ঘটনা বেড়েই চলেছেছবি: DW/Arafatul Islam

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়৷ এছাড়া ২১শে আগষ্টের মধ্যে ঢাকা-রংপুর ট্রেন সার্ভিস চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী৷ আর যেসব রুটে বেসরকারী বাস চলবেনা, সেখানে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস দিতে বলা হয়েছে৷

ক’দিন আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বিশিষ্ট ব্যক্তিছবি: DW/Samir Kumar Dey

সড়কের দুরবস্থার কারণে এক সপ্তাহ ধরে দেশের বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ আছে৷ পরিবহন মালিকরা ওইসব সড়কে যানবাহন নামাতে রাজি নন৷ আর এই সড়কের এই দুরবস্থার জন্য বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা৷ এই অবস্থায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরী বৈঠক ডাকা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছাড়াও বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বৈঠকের পর কোন আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি৷ আর যোগাযোগ মন্ত্রী চলে যান গাজীপুরে সড়ক পরিদর্শনে৷ সেখান থেকে তিনি টেলিফোনে জানান সড়ক মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে৷

তিনি জানান অর্থ মন্ত্রণালয় কালকের মধ্যে টাকা ছাড় না করলেও তারা নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করতে পারবেন৷ তার দাবি, সড়ক-মহাসড়কের যতই দুরবস্থা হোকনা কেন, এখনো যানবাহন চলাচলের অনুপযোগী হয়নি৷ কারণ যেখানে বিআরটিসির বাস চলে সেখানে বেসরকারী বাস চলতে অসুবিধা হওয়ার কথা নয়৷ যোগাযোগমন্ত্রী বৈঠকে জানান, দেশে ২ হাজার ৩৫০ কি.মি সড়কের অবস্থা খুবই খারাপ৷ এর মধ্যে ৩৫০ কিমি জাতীয় মহাসড়ক এবং এবং ৫৩০ কি.মি আঞ্চলিক সড়ক রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ