1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

পরিবারপ্রতি তিন সন্তান চান এর্দোয়ান, অধিকারকর্মীদের সমালোচনা

৩ ফেব্রুয়ারি ২০২৫

জন্মহার অনেক কমে যাওয়ায় এবং পারিবারিক মূল্যবোধ ধরে রাখতে ২০২৫ সালকে ‘পরিবারবর্ষ' ঘোষণা করেছে তুরস্ক৷ প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান বলেন, বর্তমান জন্মহারের কারণে তুরস্কের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে৷

তুরস্কে বিক্ষোভকারীদের মুখোমুখি দাঙ্গা পুলিশ
তুরস্কে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে নিয়মিতই রাজপথে বিক্ষোভ হয়ছবি: YASIN AKGUL/AFP/Getty Images

পরিবারবর্ষকে ঘিরে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

২০২৩ সালে দেশটিতে জন্মহার ছিল ১.৫১৷ অথচ তুরস্কের জনসংখ্যা যেন না কমে সেজন্য হারটি অন্তত ২.১ থাকা উচিত৷ ২০১৬ সাল থেকে দেশটিতে জন্মহার নিয়মিত কমছে৷

পরিবারবর্ষকে ঘিরে তুরস্কের সরকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে৷ বিয়ে করতে ইচ্ছুক দম্পতিদের বিনা সুদে সর্বোচ্চ চার হাজার ইউরো ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে৷ এছাড়া প্রথমবার যারা মা হবেন তাদেরও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে৷ শিশুসেবার মান বাড়ানো ও ২০২৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা শিশুদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে৷

‘‘প্রথম নজরে এই ধারণাগুলি বর্তমান নীতির চেয়ে ভালো বলে মনে হচ্ছে,'' বলেন আঙ্কারার এক বিশ্ববিদ্যালয়ের ডেমোগ্রাফির বিশেষজ্ঞ ইসমেত কোচ৷ ‘‘কিন্তু এইসব কীভাবে বাস্তবায়ন করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি,'' বলেন তিনি৷ কোচ আরও বলেন, ‘‘শুধুমাত্র আর্থিক প্রণোদনার উপর ভিত্তি করে একটি নীতি কেবল সাময়িকভাবে সফল হতে পারে৷'' সুবিধা দেওয়ার কারণে জন্মহার বাড়লেও সেটি স্থায়ী হবে না বলেও মনে করেন তিনি৷

এদিকে, নারী অধিকার নিয়ে কাজ করা তুরস্কের কর্মীরা সরকারের উদ্যোগের সমালোচনা করেছেন৷ তারা সরকারের বিরুদ্ধে ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ' তৈরির অভিযোগ এনেছেন৷

নারী অধিকারকর্মী ও আইনজীবী সেলিন নাকিপোলু বলছেন, নতুন উদ্যোগটির লক্ষ্য হচ্ছে তুরস্কের পারিবারিক আইনকে- যা বর্তমানে ধর্মনিরপেক্ষ- শরিয়া ও ইসলামি আইনের ভিত্তির উপর দাঁড় করানো৷ তিনি বলেন, এর ফলে লিঙ্গভিত্তিক বৈষম্য তৈরি হবে, এবং এটি ‘‘নারী ও শিশুর প্রতি পুরুষের সহিংসতাকে কার্পেটের নীচে চাপা দিবে৷''

নাকিপোলু আরও বলেন, ‘‘তথাকথিত পরিবারবর্ষ সমাজে নারীর অধস্তন ভূমিকাকে সুসংহত করতে সাহায্য করবে এবং বেতনভোগী ও অবৈতনিক কর্মজীবী ​​নারীদের উপর শোষণ আরও বাড়াবে৷''

তুরস্কে নারী হত্যা বাড়ছে উল্লেখ করে ফেডারেশন অফ উইমেনস এসোসিয়েশন্স অফ টার্কির প্রেসিডেন্ট চানান গুলু বলেন, ‘‘২০২৫ সালকে পরিবারবর্ষ ঘোষণা না করে নারীহত্যা প্রতিরোধের বছর হিসেবে ঘোষণা করা উচিত ছিল৷'' তিনি বলেন, ‘‘কেবলমাত্র এই ধরনের সিদ্ধান্তই নারীদের আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করত৷''

বুরাক উনফেরান, পেলিন উনকার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ