ঈদের দিনে মাকে নতুন শাড়ি পরতে দেখেছি বলে মনে পড়ে না৷ সারাটা দিনই রান্নাঘরে থাকতেন বিশেষ করে কোরবানি ঈদে৷ তাকে ঈদের সালাম করার জন্য আমাদের বন্ধুদেরও রান্নাঘরেই যেতে হত৷
বিজ্ঞাপন
অনেকের মতো আমার কাছেও ঈদ মানে শৈশব ফিরে যাওয়া৷ নতুন জামা জুতো পরে চুলে লাল ফিতে বেধে বড়দের সাথে ঘুরে বেড়ানো৷ কোনো দায়-দায়িত্ব নেই, শুধুই আনন্দ! যা এখন কেবল স্মৃতি!
আমি বেড়ে উঠেছি বিশাল এক যৌথ পরিবারে৷ আমার বাবা, চাচা দুই ভাইয়ের যৌথ সংসারে এমনিতেই এত লোকের রান্নাবান্না তার ওপর ঈদ হলে তো কথাই নেই, বিশেষকরে কোরবানি ঈদ৷ ঈদের আগের রাত থেকেই শুরু হতো মা, চাচীর প্রস্তুতি৷ সেমাই, পায়েসের জন্য পেস্তা বাদামের খোসা ছাড়ানো, ঘর গোছানো, কোরবানির গরুর মাংসের জন্য শিল পাটায় আদা, রসুন, পেয়াজসহ নানা মসলা বাটার ধুম৷ ছেলেবেলায় সেসব অনেকটা বিয়ে বাড়ির মতো লাগতো ! ভোর থেকেই শুরু হত খাওয়া-দাওয়া তারপর বাড়ির ছেলেরা সেজেগুজে ঈদের জামাতে যেত৷ তারা ফিরে আসার আগেই মা চাচীর রান্নার আয়োজন শুরু যেন কোরবানি গরুর মাংস ঝটপট এক হাড়ি রান্না করা যায়৷ প্রথম হাড়ির মাংসের স্বাদই আলাদা!
গরু কোরবানি শেষে কিছুক্ষণ পরপরই রান্নাঘরে মাংস আসতো আর বাড়ির গৃহিনীরা সবাইকে খাওয়ানোর জন্য মনের আনন্দে সেসব রান্না করতেন৷ পাশাপাশি রান্না হত পোলাও, খিচুড়ি কিংবা সাদাভাত৷ তাছাড়া কোরবানির ঈদ বলে কথা, এত বড় পরিবারের সদস্যদের আবদার মেটাতে চাই মাংস ভুনা, আলু মাংসের ঝোল, কলিজা ভুনা, কাবাব কত কি ! সে যুগে ফ্রিজ না থাকায় সব মাংস রান্না করে ফেলা ছাড়া সংরক্ষণের কোনো উপায়ও ছিল না৷ বাড়িতে দিনভর এভাবেই চলত৷ অন্যদের বাড়িতে কোরবানি মাংস পাঠানো , নিজেদের বাড়িতে আসা মাংসের ব্যবস্থা করার মতো হাজারো কাজ করতেন কোরবানি ঈদে মা, চাচীরা৷ বাড়িতে আসা সব ভিক্ষুকই যেন মাংস পায় সে খেয়ালও রাখতেন তারা৷ এসবের ফাঁকে ফাঁকে পরিবারের সবার খাওয়া-দাওয়ার খোঁজ যেমন রাখতেন তেমনি অতিথি আপ্যায়নেও পুরো নজর থাকত তাদের৷
সারাদিন রান্নাঘরেই থাকতে হত বলে আমাদের ভাইবোনের বন্ধুরা মাকে ঈদের সালাম করতে রান্নাঘরেই যেত৷ সেসময়ে আমার বাবা এবং ভাইদের বন্ধুদের মধ্যে অনেকেই হিন্দু ধর্মের ছিলেন যাদের বাড়িতে গরুর মাংস রান্না না হলেও কোরবানির মাংস খুব পছন্দ করতেন তারা৷ তাদের আপ্যায়নের দিকেও মা বিশেষ নজর রাখতেন৷ সারাদিন আপ্যায়ন করতেন বন্ধুবান্ধবদের আর রাতের অতিথি ছিলেন আত্মীয় স্বজন৷
ঈদের দিনে আমরা যেমন নতুন জামা পরতাম তেমনি গৃহকর্মীদেরও পরাতেন নতুন কাপড়৷শুধু আমার মা বা চাচীকে ঈদের দিনে নতুন শাড়ি পরতে দেখিনি৷ তারা এতটাই ব্যস্ত যেন তাদের দম ফেলারও ফুসরত নেই! ঈদের এত আয়োজন, হৈচৈ, খাওয়া-দাওয়া শুনতে কিন্তু বেশ লাগে! ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে কী খাটুনি-না করতেন আমাদের মা-চাচীরা৷ সারাদিন এত রান্না , এতগুলো ভাইবোনের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশীসহ কত অতিথি-ই না আসতো বাড়িতে৷ সব দায়িত্ব পালনের পরও মায়ের মুখের হাসি থাকতো অমলিন৷ তারাই বলতেন, পরিবারের সুখই তাদের সুখ, স্বামী সন্তানের আনন্দেই তাদের আনন্দ! সেখানে স্বার্থ নেই, নেই কোনো শর্ত! মা, চাচী খালারা বলতেন তাদের মা শাশুড়িরাও নাকি এমনই ছিলেন৷ কি করে যে পারতেন এতকিছু সেটাই মাঝে মাঝে ভাবি! আমরা বোনেরাও তাদের অসীম ধৈর্য নিয়ে আলোচনা করি অনেকসময়৷
আমার বিয়ের আগে মানে বিদেশে আসার আগে পর্যন্ত এমন ঈদই দেখেছি আমাদের পরিবারে৷ বিয়ের পরে একটি কোরবানি ঈদই শশুরবাড়িতে করা সুযোগ হয়েছে৷ ঈদের আনন্দ ধরে রাখতে সে পরিবারেও শাশুড়িতুল্য সব নারীকেই ব্যস্ত দিন কাটাতে দেখেছি৷
আমার সংসার শুরু জার্মানিতে৷ বিয়ের আগে অন্যান্য বাঙালি মা বাবার মতো আমাদের বোনদেরও আগলে রাখতেন তারা৷ ঈদের দিনে ঘর গোছানো বা এধরনের টুকটাক কাজ ছাড়া তেমন কিছুই হয়তো করা হয়নি৷ আর সেই আমি-ই জার্মানির মাটিতে পা ফেলে সেদিনই রান্না করেছি৷ তবে মজার ব্যাপার হলো, সেসময়ে বাংলা বিভাগের সবাই আমার প্রথম রান্নার স্বাদু বা স্বাদহীন যাই-ই হোক না কেন, গ্রহণ করেছেন৷
জার্মানিতে কয়েকবার কোরবানিও দিয়েছি৷ এখানেও কোনো কোনো নারীকে দেখি কোরবানির মাংস থেকে শুরু করে সব কাজ নিজেই করেন৷
আর আমার বোনেরা, ভাবীরা, ননদ, জায়েরা ঈদের আয়োজনে কম যায়না! অ্যামেরিকায় খুব আয়োজন করে ঈদ উদযাপন করা হয়, বোনেরা সবাই অ্যামেরিকায়, সেখানে কেউ কেউ কর্মীজীবী হলেও কোরবানি দেওয়াসহ সব কাজ নিজেরাই করে থাকে৷ রান্নাবান্না, অতিথি আপ্যায়ন ছাড়াও তারা ঈদের জামাতে শরিক হয়৷ শত কাজের মাঝেও প্রবাসী বাঙালি নারীরা একে অপরের বাড়িতেও বেড়াতে যায়৷ দুই একবার আমারও সেসব ঈদ অয়োজনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে৷ আসলে একই সাথে ঘর এবং বাইরে সামাল দিতে নারী-ই পারে!
বিদেশে জন্ম নেওয়া আমার মেয়ে এবং ভাইবোনের মেয়েরাও ঈদ আয়োজনে অংশ নেয়, রান্না বা কেনাকাটায় মাকে সাহায্য করে৷ অনেকে আবার নতুন কিছু রান্না করে ঈদের চমক দেয় পরিবারকে৷
ঈদ মানে আনন্দ, একথা প্রথম মনে এলেও কোরবানি ঈদ শুধু আনন্দ নয়, আত্মত্যাগ ও দায়িত্ব পালনের উৎসব৷ কয়েক প্রজন্মের নারীদের এই উৎসব পালন করতে দেখেছি৷ সময়ের সাথে নারীর অবস্থানগত পরিবর্তন এলেও আমার দৃষ্টিতে, আত্মত্যাগ ও দায়িত্ব পালনে নারীর অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই!
অন্দরের ঈদ: পুরুষদের চোখে নারী
রান্না করে, ঘর গুছিয়ে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মধ্য দিয়েই উৎসবের দিনটা কেটে যায় নারীদের৷ সারাটা দিন ঘরের মধ্যেই পার হয় তাদের৷ এ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কী বলছেন?
ছবি: Shahnaz Munni
‘ঈদ আমরা উপভোগ করি, কিন্তু নারীদের বঞ্চিত করি’
ঢাকা সেন্ট্রাল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোজাহার হোসেন বুলবুল বলেন, ‘‘আমাদের দেশে উৎসবে নারীদের অবদানকে আমরা খুব একটা গুরুত্ব দেই না৷ ঈদের দিন সকাল থেকে রান্না-বান্না নিয়ে তাদের ব্যস্ত সময় কাটাতে হয়৷ এর সঙ্গে অতিথি আপ্যায়ন আছে৷ ফলে ঈদটাকে যে উপভোগ করা, একটু বেড়ানো বা কোথাও যাওয়া সেটা তারা করতে পারেন না৷ আমি মনে করি, ঈদে নারীদের বিশেষ অবদান আছে৷ ...ঈদটাকে আমরা উপভোগ করি, কিন্তু তাদের বঞ্চিত করি৷”
ছবি: Samir Kumar Dey
‘উৎসবের পূর্ণতা পায় নারীদের ভূমিকার কারণে’
দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম বলেন, “উৎসবের পরিপূর্ণতা পায় মূলত নারীদের ভূমিকার কারণে৷ ঘরে-গৃহস্থলিতে তারা সবকিছু সামাল দেন৷ এই যে কোরবানি ঈদ গেল, এখানে মাংস আনার পর সেটার প্রক্রিয়া করা এবং রান্না করার কাজটা নারীরাই করেন৷ বিশেষ করে ঘরটাকে সামাল দেওয়া কিন্তু বড় একটা বিষয়৷ শুধু ঘরে না, বাইরেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এই ভূমিকা না হলে হয়তো উৎসব পরিপূর্ণতা পেত না৷’’
ছবি: Samir Kumar Dey
‘ঈদের দিন তারা রান্না না করলে আমরা কোথায় খাব?’
শাহবাগের ফুল বিক্রেতা মো. সোহাগ বলেন, “ঘরের রান্না তো নারীরাই করবেন৷ পুরুষেরা বাইরে কাজ করেন, আর নারীরা ঘরে রান্না করেন৷ এখন ঈদের দিন তারা রান্না না করলে আমরা কোথায় খাব? এটাতে হয়ত তাদের কষ্ট হতে পারে৷ কিন্তু এটাই তো প্রকৃতির নিয়ম৷ এটা নিয়ে নারীদের কোনো অভিযোগ কিন্তু নেই৷ কখনও তারা বলে না, আমরা রান্না করতে পারব না৷ এভাবেই পূর্বপুরুষদের আমরা দেখে এসেছি৷ এখনও সেভাবেই চলছে৷’’
ছবি: Samir Kumar Dey
‘নিজের নয়, পুরুষদের পছন্দের খাবার রান্না করে’
স্টাফ নার্স রেজাউল করিম বলেন, “ঈদের দিন নারীরা সকাল থেকে কাজ শুরু করেন৷ বাচ্চা থেকে শুরু করে স্বামীদের দেখভালের কাজটা তাদের৷ সকালের নাস্তা সেরে দিনের আসল রান্না শুরু করে৷ বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা কী খাবার পছন্দ করে সেই খাবারই তারা রান্না করে৷ অথচ নিজের কোন পছন্দের খাবার থাকলেও সেটা করেন না৷ ঈদের দিন তাদের আসলে তাদের সর্বোচ্চ বিনোদন হলো পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঈদের কোন অনুষ্ঠান দেখা৷’’
ছবি: Samir Kumar Dey
‘উৎসবে অন্যরা বাইরে গিয়ে খায়, আমরা লোক ঘরে ডেকে খাওয়াই’
প্রযুক্তি পণ্য বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইমরুল হাসান বলেন, ‘‘আমাদের সংস্কৃতিতে উৎসব মানেই বাসায় বিশেষ রান্নার আয়োজন৷ উৎসব সারা বিশ্বেই হয়৷ কিন্তু ওই সব দেশগুলোতে উৎসবে তারা বাইরে খায়৷ আর আমরা উৎসবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের ডেকে বাসায় খাওয়াই৷ ফলে পরিবারের নারী সদস্যদের উপর একটা বাড়তি চাপ পড়ে৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, নারীদের বিশেষ দিনে রান্না করতে করতে দিন পার হয়ে যায়৷’’
ছবি: Samir Kumar Dey
‘সবাই মিলে কষ্ট করলেই তো খুশি থাকা যায়’
বরগুনা থেকে ঢাকায় এসে রিক্সা চালানো মো. সোহেল বলেন, “গিন্নিরা যে সারাদিন শুধু রান্না করে তা কিন্তু না৷ একসাথে আমরা টিভিও দেখি৷ আবার আত্মীয়ের বাড়িতেও কিন্তু যায়৷ তারা একটু বেশি কষ্ট করে৷ আমরাও কিন্তু বাইরে কম কষ্ট করি না৷ তাদের খুশি রাখার জন্যই তা আমাদের এত কষ্ট৷ দিন-রাত রিক্সা চালায় দু’টো টাকার জন্য৷ সবাই মিলে কষ্ট করলেই তো খুশি থাকা যায়৷ সন্তানদের দেখে রাখবে, রান্না করবে, এটাই তো তাদের কাজ৷’’
ছবি: Samir Kumar Dey
‘আপ্যায়নেই আনন্দ পান নারীরা’
আগারগাঁওয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের কনস্টেবল রফিজ উদ্দিন বলেন, “নারীরা ঘরে রান্না করলে যে আনন্দ উপভোগ করতে পারে না, সেটা কিন্তু নয়৷ হ্যাঁ, তাদের কষ্টটা আমাদের চেয়ে বেশি৷ আপ্যায়নেও তারা কিন্তু আনন্দ খুঁজে পান৷ ছোট বাচ্চাদের তারা সাজগোজ করে দেন নামাজ পড়তে যাওয়ার জন্য৷ ঘরেও তারা নতুন পোশাক পরেন, সবাই মিলে একত্রে থাকার মধ্যেও কিন্তু আনন্দ আছে৷ সেই আনন্দটা তারা পান৷”
ছবি: Samir Kumar Dey
‘মিলেমিশেই আমরা আনন্দ উপভোগ করি’
সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন বলেন, “বাংলাদেশে সর্বক্ষেত্রেই নারীরা গৃহকর্ম করেন৷ সবকিছু গুছিয়ে স্বামী-সন্তানদের সঙ্গে আত্মীয় স্বজনের বাসায় যান৷ অনেক সময় হয়তো সম্ভব হয় না৷ করোনার এই পরিস্থিতিতে তো এখন আর কেউ বাইরে যাচ্ছেন না৷ ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটান৷ ফলে বাঙালির যে কালচার সেটা কিন্তু দুই বছর ধরে নেই৷ এখন তো সবাই ঘরের কাজে অংশ নেন৷ মিলেমিশেই আনন্দ আমরা উপভোগ করি৷”
ছবি: Samir Kumar Dey
‘রান্না করে খাওয়ানোতেই নারীদের আনন্দ’
মিরপুরের সিএনজি চালক মোরশেদ আলম বলেন, “ঈদের দিন তো নারীরা ঘরে রান্না করেই সময় পার করে দেয়৷ আত্মীয়-স্বজনকে বাসায় ডেকে খাওয়াতেই তাদের আনন্দ৷ আমরা যদি তাদের বলিও ঈদের দিন রান্না করতে হবে না৷ বরং তাহলে তারা কষ্ট পাবে৷ যুগ যুগ ধরে চলে আসা তাদের এই আনন্দ আমরা নষ্ট করতে চাই না৷ তাই তারা যেটাতে আনন্দ পায় সেটাই করতে দেওয়া উচিৎ৷’’
ছবি: Samir Kumar Dey
‘আত্মীয় স্বজন না এলে তারাই বেশি কষ্ট পান’
মেট্টোরেলের কর্মী সাইমুন হাওলাদার বলেন, “আমাদের মা, খালা, চাচী, ফুফুসহ আমাদের ঘরের স্ত্রী যারা আছেন তারা ঈদটাকে সেভাবে উদযাপন করতে পারে না৷ ঘর গোছানোসহ রান্নাতেই তাদের বেশি সময় যায়৷ এভাবেই তো চলে আসছে৷ এটার আসলে কোন পরিবর্তন হয়নি৷ ঈদে বাড়িতে আত্মীয় স্বজন না এলে নারীরাই বেশি কষ্ট পান৷ এই রান্না করা, আর ঘরের কাজ করার মধ্যেই তারা আনন্দ খুঁজে পান৷”
ছবি: Samir Kumar Dey
‘উৎসবের দিনটা নারীরা আমাদের উৎসর্গ করে’
মিরপুরের শেওড়াপাড়ার ভোলা টি স্টলের স্বত্বাধিকারী মো. রাসেল মনে করেন, “সবচেয়ে সুন্দর দিনটা নারীরা আমাদের জন্য উৎসর্গ করে৷ ঈদের দিন তো সবাই আনন্দ করতে চায়৷ নারীরাও চায়৷ কিন্তু পরিবারের পুরুষ সদস্যদের কথা ভেবে তারা এই আনন্দের দিনটা মাটি করে ফেলে৷ সারাদিন রান্না ঘরেই কাটিয়ে দেয়৷ আমাদের তো উচিৎ তাদের কাজে সহযোগিতা করা, সেটা তো আমরা করি না৷ উৎসবের দিনে নারীদের এই ত্যাগ আসলে আমরা স্বীকারও করি না৷’’
ছবি: Samir Kumar Dey
‘ঈদে খাবারের দোকান বন্ধ থাকে, ঘরে তো রান্না করতেই হবে’
একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী ইয়াদ আলী বলেন, “ঘরে ঈদের দিন নারীরা যে কাজ করে সেটা যুগ যুগ ধরে চলে আসছে৷ শিক্ষিত-অশিক্ষিত নেই, সব নারীই ঈদের দিন ঘরের কাজে আনন্দ পান৷ আপনি যদি এটা বদল করতে চান, সেটা সম্ভব না৷ আমাদের দেশে কি ঈদে কোন খাবারের দোকান খোলা থাকে? থাকে না৷ তাহলে বাড়িতেই তো রান্না করতে হবে৷ সেই কাজটা তো নারীরা করবেন৷ এজন্য নারীরা কিন্তু আপনাকে কোন অভিযোগ করে না৷ এটাতেই তাদের শান্তি৷’’