1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Jacksons fight for control of children

২৯ জুন ২০০৯

মাইকেল জ্যাকসনের মৃত্যুর চারদিন পেরিয়েছে৷ এর মধ্যে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ দূর না হলেও অন্য কিছু বিষয়ও চলে এসেছে পপ সম্রাটের পরিবারের আগ্রহের কেন্দ্রবিন্দুতে৷

ছবি: AP

বিশেষ করে জ্যাকসনের তিন সন্তান আর সম্পত্তির ভবিষ্যৎ কী হবে এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা৷

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লস এঞ্জেলেসের এক হাসপাতালে মারা যান মাইকেল জ্যাকসন৷ তারপর থেকেই চলছে মৃত্যুর কারণ নিয়ে নানান কথা-বার্তা৷ জ্যাকসন পরিবারের সদস্যরাও মত প্রকাশের ব্যাপারে খুব বেশি সুশৃঙ্খল ছিলেন না৷ তবে এখন থেকে পরিবারের বক্ত্যব্য যাতে যথাযথভাবে মিডিয়ার কাছে আসে তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ করেছেন তাঁরা৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে একজনই তাঁদের হয়ে কথা বলবেন আর তিনি হলেন লন্ডেল ম্যাকমিলান৷ এদিকে জ্যাকসন পরিবারের উপদেষ্টা এবং আইনজীবীর দায়িত্ব পেয়েই ম্যাকমিলান জানিয়ে দিয়েছেন, মাইকেল জ্যাকসন (এমজে)-র দুই সাবেক স্ত্রীর ৩ সন্তান এবং তাঁর সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে পরিবার চিন্তিত৷ পরিবার মনে করে, তিন শিশু সন্তান তাদের দাদী ক্যাথেরিন জ্যাকসনের কাছে থাকলেই সবদিক থেকে ভালো৷ ম্যাকমিলান আরো জানান, তাদের দেখভাল করার অধিকার পাওয়ার জন্য ক্যাথেরিন আদালতের স্মরণাপন্ন হওয়ার কথা ভাবছেন৷ বাবার মৃত্যুর পর থেকে বাচ্চা তিনটি দাদী ক্যাথেরিনের কাছেই রয়েছে৷

ছবি: AP

এদিকে সম্পত্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জ্যাকসন পরিবারের সদস্যরা৷ লন্ডেল ম্যাকমিলানের মাধ্যমেই তাঁরা জানিয়েছেন, এমজে-র সম্পত্তির উইল এখনো তাঁদের দেখতে দেয়া হয়নি৷ বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত৷ পরিবারের সদস্যরা চান, কোনো উইল থেকে থাকলে তা তাঁদের দেখানো হোক আর না থাকলে আইন অনুযায়ী সমস্ত সম্পত্তির অধিকার যাতে জ্যাকসনের নিকটতম আত্মীয় পায় সে উদ্যোগ নেয়া হোক৷

সম্পত্তি আর সন্তানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এম জে'র মৃত্যুর কারণ জানার চেষ্টাও চালিয়ে যাচ্ছে জ্যাকসন পরিবার৷ ময়নাতদন্তের জন্য আগেই একজন প্যাথোলজিস্ট অর্থাৎ রোগবিজ্ঞানীর নিয়োগ দিয়েছেন তাঁরা৷তবে মাইকেল জ্যাকসনের মৃত্যুর আগে তাঁকে ব্যথানিরোধক ইনজেকশন দিয়েছিলেন -- এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে৷ জ্যাকসন পরিবারকে আলাদা ময়না তদন্ত করার পরামর্শ তিনিই দিয়েছিলেন, উকিলের মাধ্যমে এ দাবি করে তিনি আরো জানিয়েছেন, এমজে-কে ডেমারোল বা অক্সিকোন্টিন দেয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন৷ মারেকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশও বলেছে, পপ মহাতারকার ব্যক্তিগত চিকিৎসককে সন্দেহ করার কোনো কারণ এবারও তারা খুঁজে পাননি৷

মাইকেল জ্যাকসন: ১৯৮৩, ১৯৮৭ এবং ১৯৯০ছবি: AP

এদিকে মাইকেল জ্যাকসনের ভক্তরা এখনো বিশ্বের নানা জায়গায় শোক প্রকাশ করে চলেছেন৷ লস এঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শোক জানিয়েছেন আফ্রিকান-আমেরিকান সঙ্গীত জগতের তারকা শিল্পীরা৷সেখানে হিপ-হপের মোঘল হিসেবে পরিচিত সন ডিডি কম্ব্স বলেছেন, ‘এই মানুষটি (জ্যাকসন) ছিল সবার সেরা৷বারাক ওবামা যে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন তার পেছনে জ্যাকসনেরও অবদান রয়েছে৷আফ্রিকান-আমেরিকানদের প্রতি সারা বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কাজ তাঁর মাধ্যমেই শুরু হয়েছিল৷'

প্রতিবেদক : আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ