বাংলাদেশে জঙ্গিরা অভিযানের মুখে চাপে পড়ায় এখন তাদের পরিবারের নারী সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করছে৷ বিশেষ করে বাসা ভাড়া নেয়া ও অভিযানের সময় তাদের সামনে ঠেলে দেয়ার প্রবণতা স্পষ্ট৷
বিজ্ঞাপন
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাইরে থেকে রিক্রুটমেন্ট সীমিত হয়ে যাওয়ায় এখন পরিবারের নারী সদস্যদের ওপর ভরসা করছেন জঙ্গিরা৷
ঢাকার আশকোনা এলাকায় অভিযানের মুখে আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গির একজন জেবুন্নাহার ওরফে শীলা নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী৷ আর তৃষামনি ওরফে উম্মে আয়েশা নব্য জেএমবির এখনকার প্রধান আবু মুসার স্ত্রী৷ আত্মঘাতী নারী জঙ্গি সাকিরা পলাতক জঙ্গি সুমনের স্ত্রী৷ এর আগে ঢাকার আজিমপুরে অভিযানের সময়ও নারী জঙ্গি আটক হয়েছে৷
পুলিশ জানায় হলি আর্টিজান হামলার পর ঢাকা ও ঢাকার বাইরে মোট ১০ জন নারী জঙ্গিকে আটক করা হয়েছে এবং এরা সবাই কোনো না কোনো পুরুষ জঙ্গির স্ত্রী৷
পুলিশ আরো জানায়, হলি আর্টিজানে হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে এপর্যন্ত ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে শতাধিক৷ নব্য জেএমবির শীর্ষ নেতা মেজর জিয়া এবং মুসা ছাড়া বড় কোনো জঙ্গি এখন আর বাইরে নেই৷
Abdur Rashid - MP3-Stereo
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘জেএমবি আগে নানা কৌশলে নারী সদস্য রিক্রুট করেছে৷ যেমন জঙ্গির বোনের সঙ্গে আরেক জঙ্গির বিয়ে দিয়ে অথবা অন্যকোনোভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে৷ আর নব্য জেএমবি সরাসরি তাদের স্ত্রী কন্যাদের জঙ্গি দলে নিচ্ছে৷ কারণ এখন তারা সরাসরি বাসা ভাড়া নিতে পারছেনা৷ তাই স্ত্রী সন্তানদের দেখিয়ে সাধারণ মানুষ হিসেবে বাসা ভাড়া নিচ্ছে এবং স্ত্রী সন্তানদের জঙ্গি হতে বাধ্য করছে৷ এক্ষেত্রে তাদের কোনো নৈতিকতা নেই৷ নিজেদের স্বার্থে স্ত্রী সন্তানদের এক ধরণের ঢাল হিসেবে ব্যবহার করছে৷''
তিনি আরো বলেন, ‘‘এখন যেহেতু বাইরে রিক্রুটমেন্টের সুযোগ কমে গেছে তাই তারা পরিবারের সদস্যদেরই জঙ্গি বানাচ্ছে৷ এটা তারা তাদের নিরাপত্তা এবং বিশ্বস্ততার জন্যও করছে৷''
জঙ্গিরা এখন সপরিবারে স্ত্রী-কন্যা এবং সন্তানসহ আস্তানা গাড়ছে৷ শুধু স্ত্রী নয়, কিশোর-কিশোরী সন্তানদেরও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে৷ পুলিশ জানায়, আশকোনা অভিযানে নিহত আফিফ কাদেরি আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরির কিশোর ছেলে৷ এই কিশোর ছেলেকেও জঙ্গিবাদে দীক্ষিত করা হয়েছিল৷
Masudur Rahman - MP3-Stereo
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এপর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে নারী জঙ্গিরা হয় কোনো জঙ্গির স্ত্রী, বোন বা কন্যা৷ তারা পারিবারিকভাবে জঙ্গি তৎপরতায় জড়িয়েছে৷ আশকোনায় নারীজঙ্গি সাকিরার আত্মঘাতী হওয়া ছাড়া আরা কোনো প্রকাশ্য তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি৷ তারা সরাসরি আক্রমণে অংশ নেয়নি৷ তবে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ৷''
তিনি বলেন, ‘‘দুই নারী জঙ্গি রিমান্ডে আছে৷ আমরা জানার চেষ্টা করছি নারী জঙ্গিদের মাধ্যমে হামলার কোনো পরিকল্পনা ছিল কিনা৷ এছাড়া তাদের মোটিভেশনের নতুন কোনো ধরণ আছে কিনা৷''
পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘‘জঙ্গি পরিবারের বাইরে নারী জঙ্গিদের কোনো খোঁজ আমরা এখনো পাইনি৷ ফলে বিষয়টিকে আমরা গুরুত্ব দিলেও ভীত নই৷ হয়তো এটা জঙ্গিদের টিকে থাকার নতুন কৌশল৷''
নারী জঙ্গিদের সঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় ৬ শিশুও উদ্ধার হয়েছে৷ তারা জঙ্গিদের সন্তান৷ তাদের মধ্যে আশকোনায় আত্মঘাতী জঙ্গি সাকিরার এক শিশু সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ মাসুদুর রহমান জানান, ‘‘শিশুদের পুনর্বাসন এবং ডি-ব়্যাডিকালাইজেশনের কাজ চলছে৷ আর আটক নারী জঙ্গিদের পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেয়া হচ্ছে না৷ এমনকি লাশ নেয়ার মতোও কাউকে পাওয়া যাচ্ছে না৷''
২০১৬ সালে এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা
এশিয়ার জন্য কেমন ছিল ২০১৬ সাল? বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, উত্তপ্ত ছিল কাশ্মীর, তাইওয়ান পেয়েছে নতুন নারী প্রেসিডেন্ট, চলে গেছেন থাইল্যান্ডের দীর্ঘদিনের রাজা, আর...
দুই পরমাণু পরীক্ষা
২০১৬ সালের ৬ জানুয়ারি উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে, তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে৷ তবে পরে জানা যায়, আসলে সেটি ছিল একটি ‘নিয়মিত’ পরমাণু পরীক্ষা৷ পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি৷ সেপ্টেম্বরের ৯ তারিখে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশটি আরেকটি পরমাণু পরীক্ষা চালায়৷ এসব কর্মকাণ্ডের কারণে জাতিসংঘ দেশটির উপর আরও নিষেধাজ্ঞা জারি করে৷
ছবি: picture-alliance/dpa/Xinhua
মিয়ানমারে ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর
প্রায় অর্ধ শতক সামরিক শাসনের অধীনে থাকার পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থিন চ৷ তিনি এক সময় অং সান সু চির সহপাঠী ছিলেন৷
ছবি: Getty Images/AFP/N. C. Naing
মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ
জুনে ফিলিপাইন্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রদ্রিগো দুতার্তে৷ তাদের হত্যা করার আহ্বান জানান তিনি৷ দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ইতিমধ্যে কয়েকহাজার মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছে৷
ছবি: Imago/Kyodo News
প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাই ইং-ভেন৷ তিনি তাঁর পূর্বসুরির মতো চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পক্ষে নন৷ ডিসেম্বের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর টেলিফোন আলাপে চীন অসন্তোষ প্রকাশ করে৷
ছবি: Reuters/P. Chuang
তালেবান কমান্ডারকে হত্যা
মে মাসে পাকিস্তান-আফগানিস্তানের মাঝে কোনো এক জায়গায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন মুল্লাহ আখতার মনসুর৷ ২০১৫ সালে তালেবান কমান্ডার হিসেবে প্রতিষ্ঠাতা মুল্লাহ ওমরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি৷ মনসুরের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন হায়বাতুল্লাহ আখুনজাদা৷
নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত ‘দ্য পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন’ গত মে মাসে এক রায়ে দক্ষিণ চীন সাগরের কিছু অংশের প্রতি চীনের যে দাবি তা বাতিল করে দেয়৷ রায় যায় ফিলিপাইনের পক্ষে৷ চীন এই রায় প্রত্যাখ্যান করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/Xinhua/Z. Chunming
সন্ত হলেন টেরেসা
সেপ্টেম্বরের ৪ তারিখ পোপ ফ্রান্সিস মাদার টেরেসাকে ক্যাথলিক সন্ত বলে ঘোষণা করেন৷ ১৯১০ সালে মেসিডোনিয়ায় জন্ম নেয়া টেরেসা ১৯২৯ সালে ভারতে যান৷ এরপর থেকে সেখানেই মানুষের সেবা করেছেন৷ তাঁর কাজের জন্য ১৯৭৯ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Carconi
থাই রাজার মৃত্যু
১৯৪৬ সাল থেকে থাইল্যান্ডের রাজা ছিলেন ভূমিবল আদুলিয়াদে৷ দীর্ঘদিন রোগ ভোগের পর অক্টোবরের ১৩ তারিখ তিনি মারা যান৷ তাঁর প্রয়াণের পর পুরো থাইল্যান্ড জুড়ে যে মাতম চলছে, এমনটা আর কখনো দেখা যায়নি৷ ডিসেম্বরে নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালংকর্ন৷
ছবি: picture-alliance/dpa/R. Yongrit
পাকিস্তানে রক্তপাত
অক্টোবরের ২৪ তারিখ কোয়েটা শহরের পুলিশ একাডেমিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়৷ এতে ৬১ জন ক্যাডেট নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে৷ আগস্টে একই শহরে একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ৭১ জন নিহত হন৷
ছবি: picture-alliance/dpa/J. Taraqai
বাংলাদেশে জঙ্গি হামলা
জুলাইতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বনানি থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ জন বিদেশি নাগরিক ও তিন জন বাংলাদেশি নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে৷